
৫৪ বছর পর প্রবাসী ভোটাধিকার প্রয়োগের গুরুত্ব নিয়ে এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্স ইউএসএ’র আয়োজনে নিউ জার্সির প্যাটারসন শহরে অনুষ্ঠিত হলো ‘প্রবাসী ভোটাধিকার সচেতনতা ও নিবন্ধন’ শীর্ষক কর্মশালা। গত ১৬ নভেম্বর অনুষ্ঠিত এই কর্মশালায় নিউ জার্সি ও পার্শ্ববর্তী এলাকার বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি অংশ নেন। উদ্বোধনী বক্তব্য ও অনুষ্ঠান সঞ্চালনা করেন নিউজার্সি ও নিউ ইংল্যান্ড এর স্থানীয় সংগঠক তৌকির চৌধুরী,
কর্মশালা পরিচালনা করেন যুগ্ন লবিং ও পলিসি সচিব আরিফ ইকরাম, বক্তব্য রাখেন মুখ্য সংগঠক হাসান সিদ্দিকী, উপদেষ্টা রওশন হক ও সমাপনী বক্তব্য রাখেন সদস্য সচিব মো আবদুল মোহাইমিন (সায়মন)।
বক্তারা তাদের বক্তব্যে ৫৪ বছরের দীর্ঘ সংগ্রামের পর অর্জিত প্রবাসী ভোটাধিকার প্রয়োগের প্রয়োজনীয়তার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। তারা বলেন, এই অধিকার কেবল একটি আইনি স্বীকৃতি নয়, বরং দেশের রাজনৈতিক প্রক্রিয়ায় প্রবাসীদের সক্রিয় অংশগ্রহণের একটি ঐতিহাসিক সুযোগ।
এ সময় বক্তারা প্রবাসীদের জন্য রেজিস্ট্রেশন পদ্ধতি সম্পর্কে বিস্তারিত আলোচনা ও দিকনির্দেশনা প্রদান করেন।
এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্স ইউএসএ’র পক্ষ থেকে জানানো হয়, কর্মশালার মূল উদ্দেশ্য ছিল প্রবাসীদের মধ্যে ভোটাধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা এবং সঠিকভাবে নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় তথ্য সরবরাহ করা। প্রবাসীদের এই অধিকার প্রতিষ্ঠায় সচেতনতা বৃদ্ধি এবং শতভাগ নিবন্ধন নিশ্চিত করাই তাদের মূল লক্ষ্য। ভবিষ্যতে ইউএসএ-এর অন্যান্য শহরেও এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।