পর্তুগালে জুন্তা আরিয়াসের নবনির্বাচিত প্রেসিডেন্টের সঙ্গে সিডিবির সাক্ষাৎ

ডেস্ক রিপোর্ট
  ০৯ ডিসেম্বর ২০২৫, ১৪:৫০


পর্তুগালের স্থানীয় প্রশাসনিক প্রতিষ্ঠান জুন্তা আরিয়াসের নবনির্বাচিত প্রেসিডেন্ট জোয়াও জাইমে পিরেসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রবাসী বাংলাদেশিদের সংগঠন কাসা দো বাংলাদেশের শীর্ষ নেতারা। সম্প্রতি অনুষ্ঠিত এই বৈঠকে দুই পক্ষ প্রবাসী বাংলাদেশিদের সামাজিক অবস্থান, স্থানীয় সমাজের সঙ্গে সম্পর্ক জোরদার এবং ভবিষ্যৎ সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।
সাক্ষাৎকালে প্রেসিডেন্ট জোয়াও জাইমে পিরেস পর্তুগিজ সমাজে বাংলাদেশি কমিউনিটির ইতিবাচক ভূমিকা ও অবদানকে প্রশংসা করেন। তিনি বলেন, “স্থানীয় প্রশাসন সবসময়ই প্রবাসীদের সঙ্গে সমন্বিতভাবে কাজ করতে আগ্রহী। ভবিষ্যতেও এই সহযোগিতা আরও বাড়বে।”
সিডিবির প্রতিনিধিদলের নেতৃত্ব দেন উপদেষ্টা রানা তাসলিম উদ্দিন ও সভাপতি রনি হোসাইন। এ ছাড়া উপস্থিত ছিলেন—উপদেষ্টা মাসুম আহমদ, সেক্রেটারি শহীদ আহমদ, এবং সংগঠনের নেতৃবৃন্দ ইকবাল আহমদ কাঞ্চন, হাফিজ আল আসাদ ও শাহীন আহমদ।
বৈঠক শেষে সিডিবি নেতারা বলেন, প্রবাসীদের স্বার্থ সংরক্ষণ, প্রশাসনিক জটিলতা নিরসন এবং বাংলাদেশ–পর্তুগাল দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও এগিয়ে নিতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।