শিশু বয়স থেকে শিক্ষার্থীদের নৈতিকতার শিক্ষা দেওয়া এবং তা আয়ত্ত করা প্রয়োজন বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার।
তিনি বলেন, আমাদের শিক্ষায় নৈতিকতা একটি গুরুত্বপূর্ণ ডাইমেনশন। এটা শিক্ষার একটি অংশ হওয়া দরকার। নৈতিকতার মানে হলো-তার সঙ্গে যারা আছে, তাদের প্রতি দায়িত্ব-কর্তব্যবোধ; পরিবেশের প্রতি মমত্ববোধ-এসব শিশু বয়সে আয়ত্ত করা প্রয়োজন। তাহলে আশা করা যাবে ভবিষ্যতে শিশু সঠিক পথে ধাবিত হবে।
বুধবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে বাংলাদেশ ছাত্রকল্যাণ ট্রাস্ট আয়োজিত ‘মোরাল এডুকেশন ডেভলাপমেন্ট প্রোগ্রাম’-এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বলেন, নৈতিকতার প্রসঙ্গটা আমাদের স্কুল কার্যক্রমে, শিক্ষকদের আচরণে ব্যাপ্ত হওয়া প্রয়োজন। শিশুদের পারস্পরিক ইন্টারেকশনের মাধ্যমে এটা ব্যাপ্ত হওয়া উচিত। এভাবেই শুধু প্র্যাকটিসের মাধ্যমে সে নৈতিকতাটাকে আয়ত্ত করতে পারে বা অভ্যাসে পরিণত করতে পারে, যেটা ভবিষ্যৎ জীবনে তাকে চালিত করবে। শুধুমাত্র কতগুলো নৈতিক বাণী মুখস্থ করালে এটা বাস্তবে জীবনে প্রতিফলিত হবে এটা আশা করতে পারি না।
বাংলাদেশ ছাত্রকল্যাণ ট্রাস্টের ভাইস-চেয়ারম্যান অধ্যাপক ড. আব্দুল লতিফ মাসুমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন মো. ফারুক হাসান, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ড. শফিউল আজম, শিক্ষক ঐক্য জোটের নেতা জাকির হোসেন, বাংলাদেশ ছাত্রকল্যাণ ট্রাস্টের প্রতিষ্ঠাতা সদস্য সৈয়দ হাবিবুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক অধ্যক্ষ নুরে আলম তালুকদার এবং সদস্য মাসুম বিল্লাহ।