কুইন্স পাবলিক লাইব্রেরির আমন্ত্রণে বিজয় দিবস পালন করবে ঊনবাঙাল

ডেস্ক রিপোর্ট
  ১১ ডিসেম্বর ২০২৫, ১৪:১৭

কুইন্স পাবলিক লাইব্রেরির আমন্ত্রণে আগামী ১৩ ডিসেম্বর শনিবার বেলা সাড়ে বারোটায় ঊনবাঙাল আয়োজন করেছে বাংলাদেশের বিজয় দিবস উদযাপনের বর্ণাঢ্য অনুষ্ঠান। অনুষ্ঠানটি হবে কুইন্স পাবলিক লাইব্রেরির ফ্লাশিং শাখায়।
দর্শনীমুক্ত, সকলের জন্য উন্মুক্ত এই অনুষ্ঠানে সূচনা বক্তব্য রাখবেন ঊনবাঙালের সভাপতি মুক্তি জহির, বিজয় দিবসের তাৎপর্য নিয়ে আলোচনা করবেন কবি কাজী জহিরুল ইসলাম। এরপর থাকছে কাজী জহিরুল ইসলামের গ্রন্থনা ও সৈয়দ মাসুদুল ইসলাম টুটুলের পরিচালিনায় গীতি-কাব্যালেখ্য “বিজয়, একটি খোলা জানালা”।
গীতি-কাব্যালেখ্যতে অংশগ্রহণ করবেন সৈয়দ মাসুদুল ইসলাম টুটুল, মিতা হোসেন, বুলা আফরোজ, মোহাম্মদ শানু, নজরুল ইসলাম, রেজা কামাল, মুক্তি জহির, রেণু রোজা, রওশন হক, মুন্না চৌধুরী, দেলোয়ারা কামাল, আবিদা সুলতানা, শাহীনূর নদী, চমক ইসলাম, শাহ মোহাম্মদ আলী, আহসান হাবিব, দিমা নেফারতিতি, সুমন শামসুদ্দিন, সৈয়দ ফজলুর রহমান এবং শিশুশিল্পী আরহাম।
অনুষ্ঠানে প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের শিল্পী সৌভিত চৌধুরী, ঋতিকা ব্যানার্জি এবং দানিয়েল ইসলাম গাইবেন জাগরণের গান। ঊনবাঙালের নিজস্ব শিল্পীদের পরিবেশনায় থাকছে একক এবং দ্বৈতকণ্ঠে দেশের গান। এতে অংশ নেবেন সৈয়দ মাসুদুল ইসলাম টুটুল, মিতা হোসেন, রূমা চৌধুরী, মোহাম্মদ শানু, বুলা আফরোজ, নজরুল ইসলাম, রেজা কামাল, ফারহানা তুলি স্বরচিত কবিতা পাঠ করবেন সজল আশফাক, সোহেল হামিদ, দেওয়ান নাসের রাজা, রওশন হক, রেণু রোজা, কাজী জহিরুল ইসলাম, মিতা হোসেন, শাহীনূর শানু নদী, নূরুল মোস্তফা রইসী, সালেহা ইসলাম।
এছাড়াও থাকছে বিখ্যাত কবিদের রচিত মুক্তিযুদ্ধের কবিতা। এই পর্বে অংশ নেবেন আবৃত্তিজন জিএম ফারুক খান, দিমা নেফারতিতি, আহসান হাবিব, সুমন শামসুদ্দিন, মোহাম্মদ শানু, মুক্তি জহির, জুবায়ের হোসেন, এম এ সাদেক। সমাপনী বক্তব্য ও ধন্যবাদ জ্ঞাপন করবেন ঊনবাঙালের উপদেষ্টা এবং ঊনবাঙাল বইমেলা ২০২৬ এর আহ্বায়ক ফখরুল আলম। পুরো অনুষ্ঠানটির সঞ্চালনায় থাকছেন দিমা নেফারতিতি, জিএম ফারুক খান এবং শহীনূর শান নদী।