নিউ ইয়র্কে বাংলাদেশ প্রেস ক্লাবের শীর্ষপদে মনোয়ার-মমিন

ডেস্ক রিপোর্ট
  ১১ নভেম্বর ২০২৫, ১৩:৩১

যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশি সাংবাদিকদের সংগঠন ‘নিউ ইয়র্ক বাংলাদেশ প্রেস ক্লাবের’ নির্বাচনে সভাপতি পদে মনোয়ারুল ইসলাম এবং সাধারণ সম্পাদক পদে মমিনুল ইসলাম মজুমদার দ্বিতীয়বারের মতো পুনরায় নির্বাচিত হয়েছেন।
২০২৬–২০২৭ মেয়াদের জন্য নতুন কার্যকরী কমিটির এবারের নির্বাচনে ক্লাবের ১০৫ জন সদস্যের মধ্যে ৯৪ জন ভোটাধিকার প্রয়োগ করেন।
স্থানীয় সময় শনিবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত নির্বাচন অনুষ্ঠিত হয়। এর আগে দুপুরে জ্যাকসন হাইটসের একটি রেস্তোরাঁয় সংগঠনের সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
মঈন উদ্দীন নাসের নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন। কমিশনের অপর দুই সদস্য ছিলেন এবিএম সালেহ উদ্দীন ও চৌধুরী এম আলী কাজল।
কমিশনের ঘোষণায় জানা যায়, মনোয়ারুল ইসলাম ৫১ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এবিএম সালাহউদ্দিন আহমেদ পান ৪৩ ভোট।
মনোয়ারুল ইসলাম ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক এবং নিউ ইয়র্ক থেকে প্রকাশিত ‘সাপ্তাহিক আজকাল’-এর কন্ট্রিবিউটিং এডিটর।
সাধারণ সম্পাদক পদে ৬৮ ভোট পেয়ে পুনরায় নির্বাচিত হয়েছেন মমিনুল ইসলাম মজুমদার। তার প্রতিদ্বন্দ্বী এমদাদ চৌধুরী দীপু পেয়েছেন ২৫ ভোট।
নির্বাচন কমিশন জানায়, সহ-সভাপতি পদে আবিদুর রহিম, কোষাধ্যক্ষ পদে রশীদ আহমদ এবং প্রচার ও দপ্তর সম্পাদক পদে মোস্তাফিজুর রহমান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
কার্যকরী কমিটির অন্যান্য পদেও ফলাফল ঘোষণা করা হয়েছে। যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন মাহাথীর খান ফারুকী, সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইলিয়াস খসরু এবং নির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন শেখ সিরাজুল ইসলাম, রওশন হক, ফারুক হোসেন ও শাহ আহমদ।
অনুষ্ঠানস্থলে নির্বাচিতদের অভিনন্দন জানান ক্লাবের সদস্যরা এবং আগামী দিনের কার্যক্রম নিয়ে নিজেদের আশার কথা জানান।