ফেডারেশন অব বাংলাদেশি অ্যাসোসিয়েশনস ইন নর্থ আমেরিকার (ফোবানা) নবনির্বাচিত কার্যকরী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।রোববার (২৮ সেপ্টেম্বর) মন্ট্রিয়ল থেকে অনলাইনে জুম প্ল্যাটফর্মে এই সভা হয়। এতে সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়ে আগামী দিনে ফোবানার কার্যক্রমকে আরও এগিয়ে নেওয়ার অঙ্গীকার করেন।
সভায় সভাপতিত্ব করেন নবনির্বাচিত চেয়ারম্যান জাহিদ হোসেন পিন্টু এবং পরিচালনা করেন এক্সিকিউটিভ সেক্রেটারি নেহাল রহিম। জাহিদ হোসেন জানান, খুব শিগগিরই সাবকমিটি গঠন করে কার্যক্রম শুরু করা হবে। এক্সিকিউটিভ সেক্রেটারি নেহাল রহিম নবনির্বাচিত সদস্যদের সক্রিয়ভাবে ফোবানার কর্মকাণ্ডে যুক্ত হওয়ার আহ্বান জানান।
সভায় ৪০তম ফোবানা সম্মেলনের প্রস্তুতি নিয়ে আলোচনা হয়। আয়োজক কমিটির পক্ষে আনোয়ার হোসেন সেন্টু ও নাজিমুল উল্লাহ লিটন সম্মেলনের বিস্তারিত পরিকল্পনা তুলে ধরেন। আগামী ৪, ৫ ও ৬ সেপ্টেম্বর ২০২৬ লেবার ডে উইকেন্ডে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের অরল্যান্ডো শহরে এ সম্মেলন অনুষ্ঠিত হবে। এর আয়োজক বাংলাদেশ সমিতি অব সেন্ট্রাল ফ্লোরিডা।
সভায় উপস্থিত ২৭ জন কার্যকরী সদস্য নির্ধারিত এজেন্ডা নিয়ে আলোচনা করেন এবং ফোবানার ভবিষ্যৎ কার্যক্রম সফল করতে মতামত প্রদান করেন।