নিউইয়র্কে বাংলাদেশি টেলিভিশন এসোসিয়েশনের অভিষেক

ডেস্ক রিপোর্ট
  ০৯ অক্টোবর ২০২৫, ১৪:১০


নিউইয়র্কে  বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশি টেলিভিশন এসোসিয়েশন ইউএসএ’র অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। এসোসিয়েশনের নবগঠিত কমিটির সভাপতি ফরিদ আলম ও সাধারণ সম্পাদক এস এম সোলায়মানের নেতৃত্বে অভিষিক্ত হন ১১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি।
অভিষিক্ত হওয়া অন্যান্যরা হলেন, সহ-সভাপতি শামছুন্নাহার নিম্মি, জাহিদা আলম, সহ সাধারণ সম্পাদক মল্লিকা মুনা, সাংগঠনিক সম্পাদক রিজওয়ালা আলভিস, অর্থ সম্পাদক এম এ আহাদ এবং  নির্বার্হী সদস্য আহসান জুয়েল, আলমগীর হোসাইন, রেজু মোহাম্মদ ও অনিক রাজ।
এসময় বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম, সাপ্তাহিক আজকাল সম্পাদক ও গোল্ডেন এইজ হোম কেয়ারের সিইও শাহ নেওয়াজসহ নিউইয়র্কের বিভিন্ন টেলিভিশন চ্যানেলের প্রতিনিধি, সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও কমিউনিটি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মূলত ঢাকায় বিভিন্ন টেলিভিশনে কাজ করেছেন এবং বর্তমানে যুক্তরাষ্ট্রে বিভিন্ন টেলিভিশনের সাথে যুক্ত আছেন এমন সাংবাদিকদের নিয়েই এই সংগঠন গঠিত হয়েছে।