মিশিগানে শারদীয় দুর্গোৎসব উদযাপিত

ডেস্ক রিপোর্ট
  ০২ অক্টোবর ২০২৫, ১৪:২১

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের বিভিন্ন স্থানে বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব উদযাপিত হয়েছে। ২৭ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর পর্যন্ত মন্দির ও সংগঠনগুলোতে পূজা অনুষ্ঠিত হয়। প্রবাস জীবনে পূজা মানেই একে অপরের সঙ্গে মিলনমেলা, মতবিনিময় ও আনন্দঘন পরিবেশে সাংস্কৃতিক আসর। এ কারণে পূজার দিনগুলোতে ভক্ত ও দর্শনার্থীদের পদচারণায় মন্দিরগুলো মুখরিত হয়ে ওঠে।
ডেট্রয়েটের দুর্গা মন্দিরে এ বছর পূজা অনুষ্ঠিত হয় ২৭ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর পর্যন্ত। ভক্তদের সুবিধার্থে আগামী ৪ ও ৫ অক্টোবর আবারও পূজার আয়োজন করা হবে। প্রতিদিনের কর্মসূচির মধ্যে ছিল পূজা, অঞ্জলি, যজ্ঞ, প্রসাদ বিতরণ, আরতি ও সাংস্কৃতিক অনুষ্ঠান। অষ্টমীর দিন ১০৮টি পদ্মফুল ও ১০৮ প্রদীপ জ্বালিয়ে সন্ধি পূজা অনুষ্ঠিত হয়। পূজার প্রতিদিনই বিকেল থেকে রাত অবধি চলেছে কবিতা আবৃত্তি, গান, নৃত্য, গীতিনাট্য ও ঐতিহ্যবাহী ধামাইল নৃত্য। আগামী ৪ অক্টোবর বিশেষ সাংস্কৃতিক পর্বে কলকাতার শিল্পী শ্বাশতী মল্লিক পরিবেশনা করবেন।
ওয়ারেন সিটির শিব মন্দিরে পাঁচ দিনব্যাপী পূজায় ছিল পুষ্পাঞ্জলি, প্রসাদ বিতরণ, আরতি ও বৈচিত্র্যময় সাংস্কৃতিক অনুষ্ঠান। অতিথি শিল্পী হিসেবে ভারতের মহুয়া ভট্টাচার্য গান পরিবেশন করেন। একই শহরের কালীবাড়ীতেও অনুষ্ঠিত হয়েছে পাঁচ দিনব্যাপী পূজা। সেখানে আগামী ৫ অক্টোবর আবারও পূজার আয়োজন করা হবে। এদিন অতিথি শিল্পী হিসেবে গান পরিবেশন করবেন ভারতের স্নেহা ভট্টাচার্য।
হ্যামট্রাম্যাকের সদ্য প্রতিষ্ঠিত রাধাকৃষ্ণ টেম্পলেও এ বছর প্রথমবারের মতো পাঁচ দিনব্যাপী দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছে। অন্যদিকে, ব্লুমফিল্ড হিলস হাই স্কুলে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিচিত্রার তিন দিনব্যাপী দুর্গোৎসব, যা চলবে ৩ থেকে ৫ অক্টোবর। এ আয়োজনে পূজা ও অঞ্জলির পাশাপাশি থাকছে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে গান পরিবেশন করবেন কলকাতার জনপ্রিয় শিল্পী লোপামুদ্রা মিত্র, জয় সরকার, রথিজিত ভট্টাচার্য ও আলবার্ট কবো।
মিশিগানের বিভিন্ন শহরে আয়োজিত এসব পূজায় প্রবাসী হিন্দু সম্প্রদায়ের পাশাপাশি বাংলাদেশি ও ভারতীয় ভক্তদের অংশগ্রহণে এক মিলনমেলায় পরিণত হয় শারদীয় দুর্গোৎসব।