সিলেট এম.সি. ও গভর্নমেন্ট কলেজ অ্যালামনাই এসোসিয়েশন অব ইউএসএ ইনকর্পোরেটেড-এর উদ্যোগে সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫, বাদ মাগরিব এক ভার্চুয়াল দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ আয়োজনে সদস্যরা একত্রিত হয়ে তাদের প্রিয়জনদের স্মরণ করেন এবং আত্মার মাগফিরাত কামনায় আন্তরিক প্রার্থনায় অংশ নেন।
দোয়া মাহফিলে বিশেষভাবে স্মরণ করা হয় সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য হাসান চৌধুরী মাসুম এবং সম্মানিত অ্যালামনাই সদস্য আব্দুর রহিম বাদশার মা রাবেয়া খানম আলীকে। তাদের রূহের মাগফিরাত ও শান্তি কামনা করে দোয়া পরিচালনা করেন নিউইয়র্কের বাংলাবাজার জামে মসজিদের ইমাম এবং সংগঠনের আজীবন সদস্য হযরত মাওলানা আবুল কাসেম এহিয়া।
সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সহ-সভাপতি সাখাওয়াত আলী। অনুষ্ঠানটি পরিচালনা করেন সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করিম রেজু। উপস্থিত ছিলেন সংগঠনের অনেক সদস্য, যাদের মধ্যে ছিলেন—ময়নুল হক চৌধুরী হেলাল, মাহফুজুল বারী চৌধুরী, এম এ সালাম, দেওয়ান সাহেদ চৌধুরী, কাজী ওদুদ আহমেদ, আমিনুল হক চুন্নু, ট্রাস্টি আলতাফ হোসেন চৌধুরী ইসবা, আকমল হোসেন খান, মুনিরা বজলু, ট্রাস্টি বেলাল উদ্দিন, মোতাহির হোসেন, সিরাজ আহমদ শোহাগ, গোলাম কিবরিয়া চৌধুরী, মুর্শেদ ভাই, শাহানারা আলী, মতিউর রব, আব্দুল্লাহ সিকদার, সালেহ গনি, রোকশানা উদ্দীন, মামুনুর রশীদ শিপু, সফিক উদ্দীন চৌধুরী (সভাপতি), ফেরদৌস বেগম, ইয়ামিন রশীদ, শাহনেওয়াজ চৌধুরী প্রমুখ।
এছাড়া আরও অনেকে এ আয়োজনে যুক্ত ছিলেন। তাদের সক্রিয় অংশগ্রহণ এবং হৃদয়ের সংযোগই প্রমাণ করে, অ্যালামনাই পরিবার কেবল একটি সংগঠন নয়—বরং এটি পারস্পরিক ভালোবাসা, শ্রদ্ধা ও স্মৃতির এক দৃঢ় বন্ধনে গড়া সম্প্রদায়।
অনুষ্ঠানের শেষে সম্মিলিতভাবে দোয়া করা হয়, যেন আল্লাহ তায়ালা প্রিয় মাসুম ভাই, রাবেয়া খানম আলীসহ সকল প্রয়াত অ্যালামনাই সদস্যদের জান্নাতুল ফেরদৌস দান করেন।
২