আগামী ৪ নভেম্বর অনুষ্ঠেয় ভোটের মাত্র কয়েক সপ্তাহ আগে দ্বিতীয়বারের মতো নিউ ইয়র্ক সিটির মেয়র হওয়ার লড়াই থেকে সরে দাঁড়িয়েছেন বর্তমান নগরপিতা এরিক অ্যাডামস।
বিভিন্ন জনমত জরিপে ডেমোক্র্যাটিক পার্টির মেয়র পদপ্রার্থী জোরান মামদানির চেয়ে বড় ব্যবধানে পিছিয়ে থাকার মধ্যে তিনি রবিবার এমন ঘোষণা দেন।
সর্বশেষ একটি জরিপে চতুর্থ অবস্থানে ছিলেন নিউ ইয়র্কের বর্তমান মেয়র।
ওই জরিপে অংশগ্রহণকারীদের ৪৫ শতাংশ জোরান মামদানিকে সমর্থন করেন। অন্যদিকে মামদানির নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক গভর্নর অ্যান্ড্রু কুওমো ২৪ শতাংশ, কার্টিস স্লিওয়া ১৭ শতাংশ এবং এরিক অ্যাডামস ৯ শতাংশ সম্ভাব্য ভোটারের সমর্থন পান।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত ভিডিওবার্তায় অ্যাডামস তার সিদ্ধান্তের কথা জানান।
বার্তায় ২০২২ সালের পয়লা জানুয়ারি থেকে মেয়র হিসেবে দায়িত্ব পালন করা এ রাজনীতিক তার নেতৃত্বে নিউ ইয়র্ক সিটির বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরেন।
তার ভাষ্য, নিউ ইয়র্কের অনেক বাসিন্দা তার নেতৃত্বাধীন ঐতিহাসিক অর্জনের বিষয়টি এখনও উপলব্ধি করতে পারেননি। যদিও তাদের জীবনমানের উন্নয়ন হয়েছে। এখনও অনেকে তাদের নগর কতটা সাশ্রয়ী ও নিরাপদ, তা নিয়ে চিন্তিত।
আইউইটনেস নিউজ জানায়, ভিডিওতে আইনি ঝামেলার কারণে প্রচারের জন্য তহবিল সংগ্রহের সংকট তুলে ধরেন নিউ ইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্ট-এনওয়াইপিডির সাবেক এ পুলিশ কর্মকর্তা।
তিনি জানান, তার প্রস্থান নিয়ে একের পর এক গুঞ্জন এবং নিউ ইয়র্ক সিটি ক্যাম্পেইন ফাইন্যান্স বোর্ড-সিএফবির মামলার কারণে জোরদার প্রচারের জন্য প্রয়োজনীয় অর্থ পাওয়ার সামর্থ্য খর্ব হয়।
এরিক অ্যাডামসের দাবি, নিউ ইয়র্ক সিটির জন্য লড়াইয়ের কারণে ফেডারেল মামলায় অভিযুক্ত হতে হয় তাকে। প্রয়োজনে তিনি আরও একবার সে লড়াইয়ে অংশ নেবেন।
মেয়র অ্যাডামসের নামে হওয়া মামলা তুলে নেয় প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন জাস্টিস ডিপার্টমেন্ট। এর লক্ষ্য ছিল ট্রাম্পের অভিবাসন নীতি বাস্তবায়নের ক্ষেত্রে অ্যাডামসের সক্ষমতা ক্ষতিগ্রস্ত হতে পারে, এমন যেকোনো জটিলতার অবসান ঘটানো।