নিউইয়র্কের ম্যানহাটনে টাইমস স্কয়ার দুর্গা পূজাকে কেন্দ্র করে আয়োজিত সংবাদ সম্মেলনে পূজা কমিটির সা.সম্পাদকের উপর হামলার ঘটনা ঘটেছে। এতে ‘বেঙলি ক্লাব ইউএসএ’র সাধারণ সম্পাদক শক্তি দাশ গুপ্তা মারধরের শিকার হয়ে হাসপাতালে ভর্তি হন।
তিনি অভিযোগ করেন, বাংলাদেশে সংখ্যালঘুদের সম্পত্তি দখল ও হুমকির ঘটনায় অভিনেতা জায়েদ খানকে প্রশ্ন করার সময় সংগঠনের সভাপতি দীনেশ মজুমদারসহ কয়েকজন মিলে তাকে মারধর করেন এবং তার গলার চেইন, হীরের আংটি, ঘড়ি ও মানিব্যাগ ছিনিয়ে নেন।
ঘটনার পর তিনি পুলিশে কল দিয়ে মামলা দায়ের করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতেও তাকে ধাক্কাধাক্কির পর হল থেকে বের করে দেওয়ার দৃশ্য দেখা গেছে।
এ ঘটনায় নিউইয়র্কের হিন্দু কমিউনিটিতে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। কমিউনিটি নেতারা মন্তব্য করেছেন, সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ থাকা সত্ত্বেও জায়েদ খানকে দুর্গাপূজার মতো ধর্মীয় অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো সনাতন সমাজের প্রতি অবমাননা।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নায়িকা ঋতুপর্ণা ঘোষ, নায়ক জায়েদ খান ও শিল্পী শুভ্রদেব।