‘জামায়াত-শিবির, রাজাকার-বিএনপি আমাকে একা পেয়ে অ্যাটাক করে’

ডেস্ক রিপোর্ট
  ২৭ সেপ্টেম্বর ২০২৫, ১৩:২১

ভার্জিনিয়া স্টেইট আওয়ামী লীগের সভাপতি জেডআই রাসেল টিবিএনকে বলেন, ‘আমি জননেত্রী শেখ হাসিনার, ভার্জিনিয়া স্টেইট আওয়ামী লীগের, সজীব ওয়াজেদ জয়…আমি ভার্জিনিয়া স্টেইট আওয়ামী লীগের প্রেসিডেন্ট। আমি যখন আসতেছিলাম, আমি শান্তিপূর্ণভাবে আমাদের মিটিংয়ে আসতেছিলাম। জামায়াত-শিবির, রাজাকার, বিএনপি আমাকে একা পেয়ে অ্যাটাক করে।’
নিউ ইয়র্ক সিটিতে শুক্রবার জাতিসংঘ ভবনের সামনে হামলার শিকার হওয়ার অভিযোগ করেছেন আওয়ামী লীগের এক নেতা।
ভার্জিনিয়া স্টেইট আওয়ামী লীগের সভাপতি জেডআই রাসেল টিবিএনকে বলেন, ‘আমি জননেত্রী শেখ হাসিনার, ভার্জিনিয়া স্টেইট আওয়ামী লীগের, সজীব ওয়াজেদ জয়…আমি ভার্জিনিয়া স্টেইট আওয়ামী লীগের প্রেসিডেন্ট। আমি যখন আসতেছিলাম, আমি শান্তিপূর্ণভাবে আমাদের মিটিংয়ে আসতেছিলাম। জামায়াত-শিবির, রাজাকার, বিএনপি আমাকে একা পেয়ে অ্যাটাক করে।
‘আমি দুর্বল না। আমি অত্যাচারের বিচার নেব। আবার বড় ভাই আমার সাথে ছিলেন। উনি সব দেখছেন।’

তিনি আরও বলেন, ‘আমি ওদেরকে বলতে চাচ্ছি, যারা আমাকে অ্যাটাক করছে, আমি তাদের বিচার ইনশাল্লাহ বাংলার মাটিতে করব। আমার কাছে ভিডিও ফুটেজ আছে।
‘আমরা জননেত্রী শেখ হাসিনার সৈনিক। আমরা একটা শান্তিপূর্ণ, একটা আদর্শ দেশ চাচ্ছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।’
এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা কেন ঘটল, সে বিষয়ে রাসেল বলেন , ‘আমি সত্যিকারে জানি না। আমি জানি অ্যামেরিকা একটা শান্তিপূর্ণ দেশ। এ জন্যে আমি এখানে আসছিলাম। আমি কোনোদিন চিন্তাও করতে পারি নাই। আপনাদের কাছে ভিডিও ফুটেজ আছে।
‘আমাকে কেউ অ্যাটাক করবে, যদি আমি জানতাম, আমি ইনশাল্লাহ ফাইট দিতাম, কিন্তু আমি জানতাম না। পেছন থেকে ওরা আমাকে ধরছে। তো আপনাদের সহযোগিতায়, আপনাদের ভিডিও রেকর্ডিং আছে। ইনশাল্লাহ আমি এই রেকর্ডিং দিয়ে বাংলাদেশবাসীকে ইয়ে করে ছাড়ব।’