আসাল ম্যারিল্যান্ড চ্যাপ্টারের অভিষেক ও লেবার কনফারেন্স

ডেস্ক রিপোর্ট
  ০২ আগস্ট ২০২৫, ১৫:০২


যুক্তরাষ্ট্রে কর্মরত দক্ষিণ এশীয় বংশোদ্ভূত শ্রমিকদের অধিকার রক্ষায় কাজ করা সংগঠন অ্যালায়েন্স অব সাউথ এশিয়ান আমেরিকান লেবারের (আসাল) ম্যারিল্যান্ড চ্যাপ্টারের নতুন কমিটির অভিষেক অনুষ্ঠান ও শ্রমিক সম্মেলন ২০২৫ জার্মানটাউনে জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে।
জার্মানটাউনের একটি কমিউনিটি হলে আয়োজিত এই অনুষ্ঠানে বিভিন্ন অঙ্গরাজ্য থেকে আসা শ্রমিক প্রতিনিধি, সামাজিক সংগঠক ও দক্ষিণ এশীয় কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আসাল ম্যারিল্যান্ড চ্যাপ্টারের সভাপতি হাসান চৌধুরী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কংগ্রেস ওম্যান এপ্রিল ডিলেন্সী। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আসাল কেন্দ্রীয় সেক্রেটারী করিম চৌধুরী, ম্যারিল্যান্ড চেপ্টারের প্রেসিডেন্ট কবিরুল ইসলাম, কবি, সাহিত্যিক ও প্রবন্ধকার সামছুদ্দীন মাহমুদ, ম্যারিল্যান্ড চেপ্টারের সাধারন সম্পাদক খুরশীদ সাব্বীর, ডিসি চেপ্টারের সভাপতি শরাফত হোসেন বাবু, ভার্জিনিয়া চেপ্টারের তোফায়েল আহমেদ, ম্যারিল্যান্ড ডিস্ট্রিক্ট ১৫ স্টেট ডেলিগেট লিলি কিউআই, ডিস্ট্রিক্ট ৩৯'র ডেলিগেট গ্রেগ উইলস, মুসলিম ফাউন্ডেশনের সদস্য মুমিন এ বেরে, বিশিস্ট নারী উদ্যোক্তা ও এম্পায়ার হেলথ হোমের স্বত্বাধিকারী স্যাম রিয়া, রিয়েলটর লিটু চৌধুরী প্রমুখ।

কংগ্রেসওম্যান ডিলেন্সী আসালের কার্যক্রম ভূয়সী প্রশংসা করে বলেন, বাংলাদেশি কমিউনিটি বিভিন্নভাবে তাদের কার্যক্রমের মাধ্যমে আমেরিকার মূলধারায় কাজ করছে। 
তিনি আরও বলেন, আসাল গত ১৭ বছর ধরে শ্রমজীবী মানুষের অধিকার , ন্যায্য মজুরী, অভিবাসন আইন সংস্কার, ধর্ম-বর্ণ বৈষম্যের বিরুদ্ধে সংগ্রাম করে আসছে। এশীয়দের ভোটাধিকার প্রয়োগ এবং জনগনের ন্যায্য অধিকার আদায়ে আসালের নতন নেতৃবৃন্দকে আরো অধিক সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।
এরপর কংগ্রেসওয়াম্যান নতুন কমিটির সদস্যদের ব্যাজ পরিয়ে দেন।
অনুষ্ঠানটি পরিচালনা করেন রাইসা ফাহরিন। অনুষ্ঠানে কবি সামছুদ্দীন মাহমুদের ‘এসো বন্ধু’ কবিতাটি পাঠ করেন স্যাম রিয়া। এ ছাড়া স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।