ভিন্ন মতের কারণে বাংলাদেশ থেকে বিতাড়িত লেখক তসলিমা নাসরিন বলেছেন, “শেখ হাসিনা ইচ্ছা করলে আমাকে দেশে ফিরতে দিতে পারতেন, কিন্তু তিনি চাননি। তাঁর আমলেই আমাকে দেশে ঢুকতে দেওয়া হয়নি। এখন যারা বাংলাদেশ চালাচ্ছেন, তাদের সময়ে দেশে ফেরার কোনো আশাও করি না।”
৬ জুলাই, রবিবার কানাডার টরন্টো শহরে অনুষ্ঠিত ‘বংগ সম্মেলন’-এর এক আলোচনায় এসব মন্তব্য করেন তসলিমা। “যেসব নারী চুপ না থাকার ধৃষ্টতা দেখিয়েছেন”—এই শিরোনামে আয়োজিত আলোচনা ও প্রশ্নোত্তর পর্বে সরাসরি এই বক্তব্য দেন তিনি।
তিন দিনব্যাপী বংগ সম্মেলনের সাহিত্য পর্বে এ বছর সর্বাধিক ভিড় লক্ষ্য করা গেছে তসলিমা নাসরিনের অনুষ্ঠানে। যেখানে অন্য সাহিত্য আড্ডাগুলোতে দর্শকের উপস্থিতি ছিল ছিমছাম, সেখানে রোববার দুপুরে তসলিমা নাসরিনের বক্তৃতা ও কবিতা পাঠ শুনতে ভিড় জমে যায় পুরো হলজুড়ে।
বক্তৃতার শুরুতেই তসলিমা ফিরে যান তাঁর শৈশব ও কৈশোরে—যেখানে বিশ্বাস, ধর্ম, সমাজ ও আচরণের ওপর প্রশ্ন তুলেই শুরু হয়েছিল তাঁর পথচলা। বলেন, “আমি লড়াই করছি পুরুষতান্ত্রিক মানসিকতার দেয়াল ভাঙার জন্য।
তাঁর উপস্থিতিকে ঘিরে বংগ সম্মেলনের আয়োজকরা নিয়েছিলেন বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। আলোচিত এই লেখক দীর্ঘদিন ধরে নির্বাসিত জীবন কাটাচ্ছেন। দর্শকদের আগ্রহ ও অংশগ্রহণ প্রমাণ করে বাংলাভাষীর কাছে তার জনপ্রিয়তা। অনুষ্ঠানে অনেকেই বলেছেন, সাহসী কণ্ঠের জায়গা এখনও সমাজে আছে। যারা প্রশ্ন তুলে, যারা চুপ থাকতে জানে না-তাদের পাশে আমাদের দাঁড়াতে হবে।