নিউইয়র্কের খারাপ আবহাওয়াকেও উপেক্ষা করে প্রাণবন্তভাবে সম্পন্ন হয়েছে নবীগঞ্জ উপজেলা ওয়েলফেয়ার সোসাইটি ইউএসএ ইনকের বার্ষিক বনভোজন ২০২৫। গত ২৭ জুলাই (রোববার) ব্রঙ্কসের ফেরী পয়েন্ট পার্কে অনুষ্ঠিত এ বনভোজনে অংশ নেন বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি এবং নানা সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা।
সকালের হালকা বৃষ্টি সত্ত্বেও সকাল থেকেই অংশগ্রহণকারীদের আগমন শুরু হয়। দুপুরে বেলুন উড়িয়ে বনভোজনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জালালাবাদ অ্যাসোসিয়েশনের একাংশের সভাপতি বদরুল হোসেন খান। সংগঠনের সভাপতি শেখ জামাল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইমরান আলী টিপুর সঞ্চালনায় দিনব্যাপী নানা আয়োজন চলে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজনীতিবিদ ইমদাদ চৌধুরী, জালালাবাদ অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি শফি উদ্দিন তালুকদার, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রোকন হাকিম, নবীগঞ্জ সোসাইটির সাবেক সভাপতি মোবাশ্বের চৌধুরী, সাব্বির হোসেন, উপদেষ্টা হাসান আলী, সহসভাপতি মামুন আলী, ব্রঙ্কস বাংলাদেশ সোসাইটির সভাপতি শামীম আহমদ, সিনিয়র সিটিজেন ফোরামের কাজী রবিউজ্জামান, শেখ শফিকুর রহমানসহ অনেকেই।
শিশু-কিশোরদের জন্য ছিল দৌড় প্রতিযোগিতা, মেয়েদের বালিশ খেলা এবং যুবকদের জন্য প্রীতি ফুটবল ম্যাচ। অনুষ্ঠানে আহ্বায়ক হিসেবে ছিলেন আবু তাহের চৌধুরী, প্রধান সমন্বয়ক শাহ রাহিম শ্যামল এবং সদস্য সচিব মো. মিটু আলী।
মধ্যাহ্নভোজ শেষে আয়োজিত সমাপনী পর্বে র্যাফেল ড্র ও খেলাধুলার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
বনভোজনটি শুধু আনন্দের নয়, প্রবাসীদের মিলনমেলায় রূপ নেয় – যেখানে নবীগঞ্জ ও আশেপাশের এলাকার বহু মানুষের হৃদয়ে ফিরে আসে বাংলাদেশের স্মৃতি।