নিউইয়র্কে ওজন পার্ক ফেন্ডস ক্লাব ইউএসএ’র উৎসবমুখর বনভোজন

ডেস্ক রিপোর্ট
  ২৭ জুলাই ২০২৫, ১৪:১০


নিউইয়র্কে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে গত ২০ জুলাই রোববার অনুষ্ঠিত হয়েছে ওজন পার্ক ফেন্ডস ক্লাব ইউএসএ’র বার্ষিক বনভোজন ও মিলনমেলা। এ বনভোজনে নিউইয়র্কে বসবাসরত ক্লাব সদস্যরা তাদের পরিবার পরিজন নিয়ে দিনভর এফডিআর স্টেট পার্কে আনন্দ আয়োজনে অংশ নেন।
আয়োজকরা জানান, বাঙালী সংষ্কৃতির আবহে আনন্দঘন বনভোজনে বিপুল সংখ্যক প্রবাসী ওজন পার্কবাসী সহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশ নেন। বনভোজনটি পরিনত হয় ওজন পার্কবাসীর মিলন মেলায়। তারা মজাদার খাবারসহ বিনোদন, আড্ডা আর কুশল বিনিময়ে উপভোগ করেন দিনটি।
এদিন সকালে সংগঠনের কর্মকর্তারা অতিথিদের সাথে নিয়ে বেলুন উড়িয়ে উৎসবমুখর পরিবেশে বনভোজনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এর আগে নাস্তা পরিবেশন করা হয়। সংগঠনের সভাপতি মোঃ ইকবাল হোসেন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনায় ছিলেন সাধারন সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম। বনভোজনে বিভিন্ন দায়িত্বে ছিলেন সহ-সভাপতি হিমেল স্বপন, যুগ্ম সম্পাদক মোঃ ফখরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক নূর রতন, প্রেস সেক্রেটারী নুর হোসেন অনুষ্ঠান সমন্বয়ক ইমতিয়াজ আহমেদ প্রমুখ। অন্যান্য কার্যনির্বাহী সদস্যসহ উপদেষ্টারাও সার্বিক সহযোগিতায় ছিলেন। বনভোজনে দিনব্যাপী অনুষ্ঠানসূচিতে ছিল বিভিন্ন খেলা-ধুলা ও রাফেল ড্র। খেলাধুলায় শিশু-কিশোর, যুবক-যুবতীদের বিভিন্ন ইভেন্ট ছাড়াও ছিল মহিলা-পুরুষদের আকর্ষণীয় ইভেন্ট। প্রবাসে জন্ম নেয়া ও বেড়ে ওঠা নতুন প্রজন্মের বিপুল সংখ্যক ছেলে-মেয়ে এতে অংশ নেয়। মধ্যাহ্ন ভোজে ছিল মজাদার সব খাবার।
উপভোগ্য খেলাধূলা ছাড়াও সবশেষে অনুষ্ঠিত হয় বনভোজনের অন্যতম আকর্ষণ র‌্যাফেল ড্র। শেষে খেলাধুলায় অংশগ্রহনকারি এবং র‌্যাফেল ড্র বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। র‌্যাফেল ড্রতে ছিল ওমরা প্যাকেজ, নিউইয়র্ক-ঢাকা-নিউইয়র্ক এয়ার টিকেট, স্বর্ণের সেট, আইফোন, নগদ অর্থ সহ ২০ টি বিশেষ পুরস্কার। রাফেল ড্র এর মাধ্যমে মিলন মেলা শেষ হয়। সংগঠনের সভাপতি মোঃ ইকবাল হোসেন চৌধুরী এবং সাধারণ সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম আয়োজক কমিটির পক্ষ থেকে সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বলেন, সকলের আন্তরিক সহযোগিতায় সৌহার্দপূর্ণ পরিবেশের এ বনভোজন আয়োজন সম্ভব হয়েছে। এবারের বনভোজনে প্রায় ৭শ অতিথি অংশগ্রহন করেন। এ চমৎকার আয়োজনে আন্তরিক আতিথিয়তার জন্য আয়োজকদের বিশেষ ধন্যবাদ জানান সাধারণ সদস্য ও অতিথিরা।
সভাপতি মোঃ ইকবাল হোসেন চৌধুরী জানান, ২০২৪ সালে ওজন পার্ক ফেন্ডস ক্লাব ইউএসএ’র যাত্রা শুরু হয়। বর্তমানে এ অলাভজনক সংস্থাটির মোট সদস্য সংখ্যা ৬০০ জন। ১১ সদস্যের কার্যনির্বাহী এবং ৮ সদস্যের উপদেষ্টা কমিটি সংগঠনটির সার্বিক কার্যক্রম পরিচালনা করছে।