ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী প্রশ্ন তুলেছেন, যারা একসময় অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহারের জন্য ধার করতেন, তাদের হাতে এখন আইফোন এল কোথা থেকে।
শনিবার (২ আগস্ট) রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি বলেন, ‘একটা অ্যানড্রয়েড স্মার্টফোন ব্যবহার করতে যার ধার করতে হতো, তার হাতে এখন আইফোন কোথা থেকে আসে, এটা বলতে হবে।’
শরীফ হাদী বলেন, ‘আমি আজকে আপনাদের সামনে ওয়াদা করছি, পারলে আমরা সবাই নিজের সংস্কার করি আগে। আজকের এই অনুষ্ঠানে স্বাস্থ্য উপদেষ্টা থাকলে ভালো হতো। স্বাস্থ্য উপদেষ্টা মানুষ ভালো, কিন্তু তিনি অসুস্থ। তাহলে তিনি পুরো জাতির স্বাস্থ্য কী করে ঠিক করবেন?’
তিনি আরও বলেন, ‘কষ্টের ব্যাপার হলো আজকেও আমাদের বলতে হয়, ঢাকা মেডিক্যালের মর্গে যে ছয়টা লাশ এখনো শহীদদের পড়ে আছে, সেটা ৫ আগস্টের আগে রাষ্ট্রীয় সম্মাননায় দাফন করতে হবে। নইলে আমরা আবার ঘেরাও করব। পরে সরকার থেকে জানানো হয়েছে যে ৪ তারিখে সেটা করা হবে।’
রাজনৈতিক নেতাদের উদ্দেশে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘আপনারা যদি মনে করেন যে জুলাইয়ে ছেলেমেয়েদের নামিয়েছেন, হাসিনা পালিয়ে গেছে, ক্ষমতা এবার আপনাদের হাতে এসেছে—এখন আর এই বাচ্চাদের কথা বলতে দেওয়া যাবে না, বা হবে না—এই চিন্তা যদি করেন আল্লাহর ওয়াস্তে তওবা করেন। বাচ্চাদের জবান যদি বন্ধ করতে চান, আওয়ামী লীগের মতো আপনাদের জবানও বন্ধ হয়ে যাবে—মনে রাখবেন।’
তিনি অভিযোগ করেন, ‘হাসিনার পতনে রাস্তায় নেমেছিল কলেজে পড়ুয়া ছেলে-মেয়ে, বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। রাজপথ রাঙিয়ে দিয়েছে তারা। কিন্তু আফসোস, আমাদের ভাই-বোনেরা অনেকে করাপটেড হয়ে যাচ্ছে। আমি কোনোভাবেই বুঝে উঠতে পারি না, আমার সেই ভাই, যে এক বছর আগে ৪০০-৫০০ টাকার টি-শার্ট পরত, সে এখন ৫ হাজার টাকার টি-শার্ট পরে কীভাবে? একটা অ্যানড্রয়েড ফোন ব্যবহার করতে যার ধার করতে হতো, তার হাতে এখন আইফোন কোথা থেকে আসে, এটা বলতে হবে।’
শরীফ হাদী বলেন, ‘বিএনপি-জামায়াত যদি চাঁদাবাজি করে, তাদের বিরুদ্ধেও আমরা বলব। এর মানে এই না, কেউ যদি জুলাইয়ের আত্মত্যাগ বিক্রি করে বাইক কেনে, আইফোন চালায়, ফ্ল্যাট কেনে—তাহলে তাকে আমরা ছেড়ে দেওয়ার মালিকানা পেয়ে গেছি। না। এই নতুন বাংলাদেশের রাজনীতি হবে শতভাগ সততা এবং ইনসাফের রাজনীতি।’