মসজিদভিত্তিক শিক্ষা প্রকল্প

মন্ত্রণালয়ের কর্মকর্তাদের অবরুদ্ধ করে কর্মী-শিক্ষকদের বিক্ষোভ, দুই ঘণ্টার আল্টিমেটাম

ডেস্ক রিপোর্ট
  ১৭ মে ২০২৫, ১৩:৩৬

বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে শেরে-বাংলা নগরে পরিকল্পনা কর্মকর্তাদের অবরোধ করে বিক্ষোভ করছেন ইসলামিক ফাউন্ডেশনের পরিচালিত মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের কর্মকর্তা-কর্মচারী, কেয়ারটেকার ও শিক্ষকরা।  আন্দোলনের মুখে মন্ত্রণালয় থেকে জানানো হয়, আগামী ২৪ মে তাদের সব দাবি মেনে বিজ্ঞপ্তি দেওয়া হবে। তবে আন্দোলনকারীরা তা প্রত্যাখ্যান করে দুই ঘণ্টার মধ্যে লিখিত ঘোষণা দেওয়ার আল্টিমেটাম দিয়েছেন। অন্যথায় তারা কঠোর কর্মসূচি দেয়ার হুঁশিয়ারি দিয়েছেন এবং কর্মকর্তাদের বের হতে দেবেন না বলে জানিয়েছেন।
শনিবার (১৭ মে) দুপুর সাড়ে ১২টায় সেখানে অবস্থান নিয়ে কয়েক হাজার শিক্ষক কর্মকর্তা-কর্মচারী বিক্ষোভ করেছেন। তারা সেখানে এসেছেন সকাল ৮টায়। এরইমধ্যে নেতাদের ডেকে পরিকল্পনা মন্ত্রণালয় কর্মকর্তারা তাদের দাবি মেনে নেওয়ার মৌখিক ঘোষণা দেন।
এ সময় আন্দোলনকারীদের মধ্য থেকে দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় সহ-সভাপতি মাস্টার ট্রেইনার শাহাবুদ্দিন মাইকে ঘোষণা দেন কর্তৃপক্ষ দাবি মেনে নিয়েছেন। পরিকল্পনা মন্ত্রণালয় ও ইসলামী ফাউন্ডেশন সমন্বয় করে লিখিতভাবে জানাবেন। তাই তিনি সহকর্মীদের মন্ত্রণালয়ের ফটক ছেড়ে দেওয়ার আহ্বান জানান। কিন্তু আন্দোলনকারীরা তাতে রাজি হননি। তারা বলেন লিখিত না পেলে তারা সরবেন না।
প্রকল্প কর্মকর্তা তৌহিদুর রহমান জানান, জানুয়ারি থেকে মে পর্যন্ত বকেয়া থাকা বেতন-ভাতা ও ঈদ বোনাস পরিশোধ, অষ্টম গ্রেডে রাজস্বভুক্ত করাসহ চার দফা দাবির প্রতি পরিকল্পনা মন্ত্রণালয় একমত। এ জন্য তাদের সময় দিতে তবে। তাও তারা প্রত্যাখ্যান করেছেন। তারা দুই ঘণ্টার মধ্যে লিখিত দাবি জানান।