আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে দেশের বিভিন্ন স্থানে সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল করেছেন বৈষম্যবিরোধী ছাত্র নেতাকর্মীরা। এতে কিছু জায়গায় কয়েক কিলোমিটারজুড়ে তীব্র যানজট সৃষ্টি হয়েছে।তীব্র গরমে জনগণের ভোগান্তি ছিলো চরমে।
আ’লীগ নিষিদ্ধের দাবি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ডে বিক্ষোভ
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জ অংশে বিক্ষোভ করছেন বৈষম্যবিরোধী ছাত্র নেতাকর্মীরা। এতে মহাসড়কের কয়েক কিলোমিটারজুড়ে তীব্র যানজট সৃষ্টি হয়েছে।
শুক্রবার (৯ মে) রাত ৯টা থেকে মহাসড়কের সাইনবোর্ড এলাকায় বিক্ষোভ শুরু হয়।বিক্ষোভে অংশ নেওয়া নারায়ণগঞ্জ মহানগর ছাত্রশিবিরের সভাপতি আমিত হাসান বলেন, ‘আমাদের এই বিক্ষোভ সন্ত্রাসী দল আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য। যতক্ষণ না আওয়ামী লীগ নিষিদ্ধ হচ্ছে ততক্ষণ আন্দোলন চলবে।’
আলমগীর নামের আরেকজন বলেন, ‘আওয়ামী লীগকে নিষিদ্ধ করতেই হবে। অন্যথায় আমরা মাঠ ছাড়বো না।’
এ বিষয়ে শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ আবু নাঈম বলেন, আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ছাত্ররা বিক্ষোভে নেমেছেন।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনূর আলম বলেন, আমরা ঘটনাস্থলে আছি। ছাত্রদের সঙ্গে কথা বলে সড়ক থেকে সরানোর চেষ্টা করছি।
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বেনাপোলে জামায়াত-শিবিরের বিক্ষোভ
রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ নিষিদ্ধকরণ ও গণহত্যাকারীদের বিচার দাবিতে বেনাপোলে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (৯ মে) বিকেলে বেনাপোলের সর্বস্তরের ছাত্র-জনতার ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়। বিক্ষোভ মিছিলে জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের কর্মীরা অংশ নেন।
মিছিলটি বেনাপোল কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে বের হয়ে বন্দর নগরী বেনাপোলের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে। পরে সমাবেশে বক্তারা অবিলম্বে গণহত্যাকারীদের বিচার ও রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি জানান।
এসময় বক্তারা বলেন, ৫ আগস্টের পর দেশ থেকে আওয়ামী লীগের মাত্র ছয় শতাংশ নেতাকর্মী দেশ ছেড়ে পালিয়েছেন। এখনো ৯৪ শতাংশ নেতাকর্মী দেশে অবস্থান করছেন। তারা বিভিন্ন উস্কানিমূলক কাজ করে যাচ্ছেন।
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
চট্টগ্রামের সীতাকুণ্ডে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিক্ষোভ ও অবরোধ করেছে ছাত্র-জনতা।শুক্রবার (৯ মে) দুপুর ২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত মহাসড়ক অবরোধ করেন তারা। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উভয় দিকে প্রায় ২০ কিলোমিটার যানজট সৃষ্টি হয়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি আসাদুজ্জামান আসাদ বলেন, যদি নিয়মতান্ত্রিকভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা হয়, তাহলে আমরা জুলাইয়ের মতো করে আইন হাতে তুলে নেবো। তখন আর কেউ আওয়ামী লীগকে ঠেকাতে পারবে না। আমরা স্পষ্ট করে বলতে চাই, অতিদ্রুত আওয়ামী লীগকে নিষিদ্ধ করুন। আওয়ামী লীগের সন্ত্রাসী যারা এখনো বাইরে রয়েছে, তাদের আইনের আওতায় এনে শাস্তি দিন।
কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাহাঙ্গীর আলম বলেন, ছাত্র-জনতা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে। এসময় যান চলাচল বন্ধ হয়ে যায়। তবে বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
জামায়াতের প্রতিবাদ সভায় সন্ত্রাসী হামলা, দুজন গুলিবিদ্ধসহ আহত ১২
চট্টগ্রামের সীতাকুণ্ডে জামায়াতের ডাকে প্রতিবাদ সভায় সন্ত্রাসী হামলায় দুজন গুলিবিদ্ধসহ ১২ জন আহত হয়েছেন।শুক্রবার (৯ মে) বিকেলে উপজেলার জঙ্গল সলিমপুর এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
স্থানীয় ও দলীয় সূত্র জানায়, জঙ্গল সলিমপুর এসএস পাইলট উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক ও জামায়াত নেতা শহিদুল ইসলামের ওপর হামলার প্রতিবাদে ইউনিয়ন জামায়াতের উদ্যোগে শুক্রবার বিকেলে বিদ্যালয়ের সামনে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।জুমার নামাজের পর জামায়াতের নেতাকর্মীরা সমাবেশস্থলে উপস্থিত হতে থাকেন। এসময় ২০-৩০ জন অস্ত্রধারী সন্ত্রাসী সমাবেশে উপস্থিত হয়ে গুলি ছোড়ে। গুলিতে আহত হন জামায়াত নেতা মোহাম্মদ আলী ও আব্দুস সালাম। এসময় হামলায় সীতাকুণ্ড উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি কুতুব উদ্দিন শিবলীসহ ১০ জনেরও বেশি আহত হন।
এসময় সন্ত্রাসীরা চট্টগ্রাম উত্তর জেলা জামাতের সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম-৪ আসনে জামায়াত মনোনীত প্রার্থী আনোয়ার সিদ্দিক চৌধুরীসহ দলটির ৭-৮ জন নেতাকর্মীকে অবরুদ্ধ করে রাখেন।
সীতাকুণ্ড উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি কুতুবউদ্দিন শিবলী বলেন, প্রতিবাদ সভায় উপজেলা ও স্থানীয় জামায়াত নেতাকর্মীরা সমাবেত হলে সন্ত্রাসীরা হামলা চালিয়ে সভা পণ্ড করে দেয়। সন্ত্রাসীদের ছোড়া গুলিতে দুই জামায়াত নেতাসহ ১২ জনের বেশি গুরুতর আহত হয়েছেন। এদের মধ্যে পাঁচজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. সোহেল রানা বলেন, বিএনপি ও জামায়াত আলাদাভাবে প্রোগ্রাম করছিল। এসময় বিএনপি সমর্থিত কিছু লোক এসে সভায় অতর্কিত হামলা করে। এতে জামায়াতের কয়েকজন নেতাকে অবরুদ্ধ করা হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে।
তিনি আরও বলেন, আহতদের কয়েকজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে কিশোরগঞ্জে বিক্ষোভ
আওয়ামী লীগের বিচার ও নিষিদ্ধের দাবিতে কিশোরগঞ্জে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (৯ মে) জুমার নামাজ শেষে জুলাই বিপ্লবী ছাত্র-জনতার আয়োজনে শহরের ঐতিহাসিক শহীদি মসজিদ থেকে মিছিলটি বের হয়।
বিক্ষোভ মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে গৌরাঙ্গ বাজার মোড়ে গিয়ে অবস্থান কর্মসূচি পালন করে। মিছিল থেকে আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন আখ্যা দিয়ে বিভিন্ন স্লোগান দেওয়া হয়।
অবস্থান কর্মসূচি থেকে বিগত ১৬ বছর আওয়ামী লীগের অত্যাচার, নির্যাতন ও ফ্যাসিবাদী কায়েম ব্যবস্থার কথা তুলে ধরে অচিরেই আওয়ামী লীগ নিষিদ্ধ ও বিচারের দাবি জানানো হয়।
এসময় জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক ইকরাম হোসেন, গণ অধিকার পরিষদের সাবেক যুগ্ম আহ্বায়ক অভি চৌধুরীসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।