অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করছে বিএনপি

নজরুল ইসলাম
ডেস্ক রিপোর্ট
  ১১ মে ২০২৫, ২২:২৭

বিএনপি অন্তর্বর্তী সরকারকে সাহায্য ও সহযোগিতা করছে এবং ভবিষ্যতেও করবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
রোববার (১১ মে) জাতীয় প্রেস ক্লাবে বিএনপির প্রয়াত ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমানের স্মরণসভায় তিনি এ কথা বলেন।
তিনি বলেন, সরকার যদি আগে সিদ্ধান্ত নিতো তবে গতকালের মতো এমন অনভিপ্রেত অবস্থার সৃষ্টি হতো না।
নজরুল বলেন, আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্তের ব্যাপারে যেভাবে বিব্রতকর পরিস্থিতিতে পড়েছে সরকার, একইভাবে নির্বাচনের রোডম্যাপ ঘোষণায় দেরি হলে বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হতে পারে।
তবে বিলম্বে হলেও অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগের বিচারের উদ্যোগ নেওয়ায় বিএনপি খুশি জানিয়ে নজরুল ইসলাম খান বলেন, আগে থেকেই দেশের রাজনীতির জঞ্জালমুক্ত করতে অন্তর্বর্তী সরকারের কাছে আওয়ামী লীগের বিচারের দাবি করে আসছিল বিএনপি।
সরকারের কাজে অনেক ঘাটতি আছে উল্লেখ করে তিনি বলেন, দেশে জনগণের শাসন প্রতিষ্ঠা করাই অন্তর্বর্তী সরকারের প্রধান কাজ, কিন্তু সেখানে আগ্রহের ঘাটতি রয়েছে। নির্দলীয় ও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের সুনির্দিষ্ট রূপরেখা তৈরি করা উচিত।
দেশের মানুষ ও তরুণ প্রজন্ম নির্বাচন দেখতে চায় বলেও উল্লেখ করেন তিনি। এ সময় দ্রুত সংস্কার শেষ করে নির্বাচন দেওয়ার আহ্বানও জানান বিএনপির এই নেতা।
এদিকে হোটেল সোনারগাঁওয়ে চীনা দূতাবাসের একটি অনুষ্ঠানের পর আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মঈন খান বলেন, আওয়ামী লীগ প্রশ্নে মীমাংসা হয়েছে। জনগণ যা চেয়েছে তাই হয়েছে।