ভারতের টিভি চ্যানেল তামাশা বিক্রি করে

শফিকুল আলম
ডেস্ক রিপোর্ট
  ১২ মে ২০২৫, ২০:১৭

ভারতে বাংলাদেশি বেশকিছু গণমাধ্যম বন্ধ করা প্রসঙ্গে কথা বলতে গিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম বলেছেন, ভারতের টিভি চ্যানেলগুলো তামাশা বিক্রি করে প্রতিদিন। মনে হচ্ছে যে, ভারতের জিটিভিতে যে নাটক দেখি, তারই খণ্ডিতাংশ ওদের সব টিভিতে দেখানো হয়। আমাদের দর্শকরা (বাংলাদেশি দর্শক) এটা নেয় না।
সোমবার (১২ মে) ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) আয়োজিত ‘মিট দ্য রিপোর্টার্স’ অনুষ্ঠানে প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম এসব কথা বলেন।
ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন, সহসভাপতি গাজী আনোয়ার ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এ সময় শফিকুল আলম আরও বলেন, ভারতে বাংলাদেশি চ্যানেল বন্ধ একটি ন্যাক্কারজনক ঘটনা। এতে বোঝা যায়, ভারত সংবাদ মাধ্যমের স্বাধীনতায় কতটুকু বিশ্বাসী। আমরা এটা দেখছি। বাংলাদেশি যেসব গণমাধ্যম বন্ধ করা হয়েছে, সেগুলো সব এ দেশের দায়িত্বশীল গণমাধ্যম। এতে বোঝা যায়, ভারত সত্যটাকে এখন নিতে পারছে না।
প্রেস সচিব এ-ও বলেন, তবে এ বিষটি নিয়ে আমরা কোন পাল্টা অ্যাকশনে যাবো না। তাতে তাদের এ কার্ক্রমকে গুরুত্ব দেওয়া হবে, বৈধতা দেওয়া হবে। আমরা বিষয়টি দেখছি।