বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের বোর্ড (বিডা) আয়োজনে চার দিনব্যাপী বিনিয়োগ সম্মেলনের দ্বিতীয় দিনে মঙ্গলবার (৮ এপ্রিল) বিশ্বব্যাংক গ্রুপের একটি নতুন প্রতিবেদন প্রকাশিত হয়। এই প্রতিবেদনে বলা হয়, চারটি প্রধান খাতে গুরুত্বপূর্ণ সংস্কার কার্যকরভাবে বাস্তবায়ন করতে পারলে বাংলাদেশ উল্লেখযোগ্য পরিমাণ বিনিয়োগ আকর্ষণ করতে পারবে এবং লাখ লাখ কর্মসংস্থান সৃষ্টি হতে পারে।
প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানান।
‘কান্ট্রি প্রাইভেট সেক্টর ডায়াগনস্টিক (সিপিএসডি)’ শীর্ষক প্রতিবেদন প্রকাশের পর একটি প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনায় অংশ নেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী, বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। এছাড়াও আলোচনায় আরও ছিলেন নিপ্পন পেইন্টের হেড অব অপারেশনস অরুণ মিত্র, বিকাশের সিইও কামাল কাদির, ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সেলিম আর এফ হোসেন, অনন্ত গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শরীফ জহির এবং এবিসি রিয়েল এস্টেটের ব্যবস্থাপনা পরিচালক শ্রাবন্তী দত্তসহ বেসরকারি খাতের নেতারা।