ইতিহাসের অন্যতম সর্বোচ্চ শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে রাশিয়া। যার প্রভাবে অ্যামেরিকা, জাপান, চীন, রাশিয়াসহ ৮টি দেশে সুনামি সতর্কতা জারি করা হয়েছে।
রাশিয়ায় ৮ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের পর সুনামির ভয়াবহতা নিয়ে আশঙ্কা ছড়িয়ে পড়েছে প্রশান্ত মহাসাগরীয় বিভিন্ন দেশে।
এরিমধ্যে মঙ্গলবার রাতে বঙ্গোপসাগরে চারটি ভূমিকম্প হয়েছে।
অ্যামেরিকার ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, প্রথম ভূমিকম্পটি হয়েছে মঙ্গলবার রাত পৌনে ১০টা নাগাদ আন্দামানের পোর্ট ব্লেয়ার থেকে ২৭৫ কিলোমিটার দূরে ১০ সমুদ্র তলের ১০ কিলোমিটার গভীরে। সেটি ছিল পাঁচ মাত্রার ভুমিকম্প।
এরপর কাছাকাছি এলাকায় পাঁচ, চার দশমিক নয়, ও চার দশমিক ছয় মাত্রার আরো চারটি ভূমিকম্প হয়েছে। দেড় ঘণ্টা সময়ের মধ্যে এসব ভূমিকম্প ঘটে। সর্বশেষ ভূমিকম্পটি ঘটেছে রাত সোয়া এগারোটার দিকে।
তবে এখনও এই ভূমিকম্পে কোন সুনামি সতর্কতা জারি করা হয়নি। এখন পর্যন্ত কোনো হতাহতের ঘটনার তথ্যও পাওয়া যায়নি।