গুলি চালানোর প্রায় আড়াই ঘণ্টা পর ট্রুথ সোশ্যাল মিডিয়া সাইটে পোস্ট করে ট্রাম্প বলেন, "একটি বুলেট আমার ডান কানের ওপরের অংশে বিদ্ধ হয়েছে। আমি দ্রুতই বুঝতে পেরেছিলাম কিছু একটা হচ্ছে। কারণ আমি একটি হুইজিং শব্দ শুনি, যা গুলির শব্দ এবং অবিলম্বে বুলেটটি আমার ত্বকের মধ্য দিয়ে ছিঁড়ে গেল।" ট্রাম্প বলেন, "অনেক রক্তক্ষরণ হয়েছিল, তাই আমি বুঝতে পেরেছিলাম কি ঘটতে যাচ্ছে।"
১৯৮১- সালে রোনাল্ড রিগানকে গুলি করার পর থেকে এটিই ছিল একজন প্রেসিডেন্ট বা প্রেসিডেন্ট প্রার্থীকে হত্যার প্রথম প্রচেষ্টা।
আইন প্রয়োগকারী কর্মকর্তারা জানান, সিক্রেট সার্ভিসের দ্বারা বন্দুকধারী নিহত হয়েছেন।
আইন প্রয়োগকারী সূত্র সিবিএস নিউজকে জানিয়েছে যে সন্দেহভাজন ব্যক্তি ২০০ থেকে ৩০০ ফুট দূর থেকে এআর-স্টাইলের রাইফেল দিয়ে গুলি করছিল। আইন প্রয়োগকারী সূত্র আরো জানায়, বন্দুকধারী সিক্রেট সার্ভিসের নিরাপত্তা পরিধির বাইরে শেডের একটি উঁচু মঞ্চে অবস্থান করছিল।
ট্রুথ সোশ্যাল মিডিয়া সাইটে এই ঘটনা নিয়ে ট্রাম্প বিশদভাবে বর্ণনা করেছেন এবং তার আঘাতের বর্ণনা দিয়েছেন।
"এইমাত্র পেনসিলভানিয়ার বাটলারে সংঘটিত শ্যুটিংয়ের বিষয়ে ইউনাইটেড স্টেটস সিক্রেট সার্ভিস এবং সমস্ত আইন প্রয়োগকারী সংস্থার দ্রুত প্রতিক্রিয়ার জন্য আমি ধন্যবাদ জানাতে চাই, সর্বোপরি, আমি সমাবেশে অংশগ্রহণকারী নিহতের পরিবার এবং সেই সাথে গুরুতর আহত লোকটির পরিবারের প্রতি সমবেদনা জানাতে চাই। আমাদের দেশে এমন ঘটনা ঘটতে পারে তা বিস্ময়কর।
নিহত বন্দুকধারী সম্পর্কে এই মুহূর্তে কিছুই জানা যায়নি। যে গুলি আমার মধ্যে নিঃসৃত হয়েছিল তার একটি আমার ডান কানের উপরিভাগে বিদ্ধ হয়েছিল। এবং তা আমি দ্রুতই বুঝতে পেরেছিলাম। একটি হুইজিং শব্দের মাধ্যমে গুলি শুনতে পেলাম এবং সাথে সাথে অনুভব করলাম যে গুলিটি আমার ত্বকের মধ্যে দিয়ে ছিঁড়ে যাচ্ছে, তাই আমি বুঝতে পেরেছিলাম যে কি ঘটছিল। ঈশ্বর আমেরিকার আশীর্বাদ করুন!"
সিবিএস নিউজ ক্যাম্পেইন রিপোর্টার জেক রোজেন একজন প্রত্যক্ষদর্শীর সাক্ষাত্কার নিয়েছিলেন যার শার্টেও রক্ত ছিল। তিনি বলেছিলেন যে, তিনি একজন ইআর চিকিৎসক এবং মাথায় ক্ষত সহ একজন ভিকটিমের উপর সিপিআর করেছিলেন। তিনি বলেন, "আমি গুলির শব্দ শুনেছিলাম। আমি ভেবেছিলাম এটি আতশবাজি। সেখানে কেউ চিৎকার করছিল যে তাকে গুলি করা হয়েছে। তাকে গুলি করা হয়েছে। তাই আমি এগিয়ে গেলাম। আমি বললাম, আমি একজন জরুরী বিভাগের চিকিৎসক। আপনাকে সাহায্য করতে দিন। লোকটি ঘুরে বেঞ্চের মধ্যে পড়ে গেল। তার মাথায় গুলি লেগেছে এবং সেখানে তার মস্তিষ্কের ব্যাপার ছিল।"
হোয়াইট হাউস থেকে জারি করা এক বিবৃতিতে বাইডেন বলেছেন, "আমাকে পেনসিলভেনিয়ায় ডোনাল্ড ট্রাম্পের সমাবেশে গুলি চালানোর বিষয়ে ব্রিফ করা হয়েছে। আমি শুনে কৃতজ্ঞ যে তিনি নিরাপদে আছেন। আমি তার জন্য প্রার্থনা করছি এবং তার পরিবার এবং যারা র্যালিতে ছিলেন এবং তাকে নিরাপত্তা দিয়েছেন, আমি তাদের প্রতি কৃতজ্ঞ। তবে এ ঘটনার নিন্দা করছি।" এই ঘটনাকে বাইডেন "অসুস্থ" বলে অভিহিত করেছেন।
বাইনের প্রচারাভিযানের একজন কর্মকর্তা বলেছেন যে প্রচারাভিযানটি সমস্ত আউটবাউন্ড যোগাযোগ বন্ধ করে দিচ্ছে এবং যত তাড়াতাড়ি সম্ভব তাদের টেলিভিশন বিজ্ঞাপনগুলিকে সরিয়ে দেওয়ার জন্য কাজ করছে।
ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস এক বিবৃতিতে বলেছেন, "আমি স্বস্তিবোধ করছি যে ট্রাম্প গুরুতর আহত হননি। আমরা ট্রাম্পের জন্য, তার পরিবার এবং যারা এই গুলিতে আহত এবং প্রভাবিত হয়েছেন তাদের সকলের জন্য প্রার্থনা করছি। সহিংসতার কোনো স্থান নেই আমাদের দেশে। আমাদের সকলকে এই ঘৃণ্য কাজের নিন্দা করতে হবে এবং এটি যাতে আরও সহিংসতার দিকে না যায় তা নিশ্চিত করতে আমাদের ভূমিকা পালন করতে হবে।"