
অভিভাবকহীন অভিবাসী শিশুদের শনাক্ত ও ফেরত পাঠাতে কল সেন্টার চালু করার উদ্যোগ নিয়েছে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট-আইস ।
বার্তা সংস্থা রয়টার্স জানায়, মঙ্গলবার এ প্রকল্পে সরকারের সঙ্গে চুক্তিবুদ্ধ একটি সংস্থা নথি প্রকাশ করে।
প্রকাশিত নথি অনুযায়ী, কল সেন্টারটি চালু করতে আলাদা একটি টিম গঠন করবে আইস। যারা প্রতিদিন ৬০০০ হাজার থেকে ৭০০০ হাজার অভিবাসী সংক্রান্ত কল ধরতে সক্ষম হবে।
নথিতে আরও বলা হয়, সেন্টারটি বিভিন্ন স্টেইটের পুলিশ থেকে প্রাপ্ত তথ্য ফেডারেক কর্তৃপক্ষকে জানানোর মাধ্যমে কাজ করবে।
এর আগে চলতি বছরের ফেব্রুয়ারি মাসে অ্যামেরিকা-মেক্সিকো সীমান্ত দিয়ে প্রবেশ করা একাকী শিশুদের ফেরত পাঠাতে উদ্যোগ নেয় ট্রাম্প প্রশাসন।
ওই সময় আশ্রয় আবেদন মামলার শুনানি চলাকালে বেশ কয়েকজন গুয়েতমালার শিশুকে ফেরত পাঠাতে চেষ্টা করে সরকার।