ব্রঙ্কসে আবাসিক ভবন থেকে ৪ মরদেহ উদ্ধার

ডেস্ক রিপোর্ট
  ০৬ নভেম্বর ২০২৫, ২৩:৪৮

ব্রঙ্কসে আবাসিক ভবনের একটি ফ্ল্যাট থেকে একসঙ্গে দুই নারী ও দুজন পুরুষের মরদেহ উদ্ধার করেছে নিউ ইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্ট-এনওয়াইপিডি।
আইউইটনেস নিউজ জানায়, বুধবার সকালে পৌনে ১০টার দিকে শহরের লাকোম্ব অ্যাভিনিউয়ের ক্যাসেল হিল হাউস থেকে চারটি মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, ওই চার ব্যক্তি প্রত্যেকে আত্মহত্যা করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নিহতদের মধ্যে একজন অন্যদের ওপর গুলি চালান।
পরে বন্দুকধারী ব্যক্তি নিজেও মারা যান।
নিহতদের মধ্যে আত্মীয়তার সম্পর্ক থাকতে পারে বলেও মনে করছে এনওইয়াপিডি।
মরদেহগুলো ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। মৃত্যুর কারণ খতিয়ে দেখছেন তদন্ত কর্মকর্তারা।

তথ্যসূত্র:টিবিএন২৪