মধ্য মেক্সিকোতে একটি ঘটনায় ট্রাক, বাসসহ কয়েকটি গাড়ির মধ্যে সংঘর্ষে অন্তত ২১ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
পুয়েবলা ও দক্ষিণাঞ্চলীয় ওয়াক্সাকা রাজ্যের সংযোগ সড়কে এ দুর্ঘটনা ঘটে। মেক্সিকোর গণমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, দুর্ঘটনাস্থলে ছড়িয়ে–ছিটিয়ে থাকা গাড়ির ধ্বংসস্তূপ থেকে ঘন কালো ধোঁয়া বেরিয়ে আসছে।
পুয়েবলা রাজ্য সরকারের কর্মকর্তা স্যামুয়েল আগুইলার সাংবাদিকদের জানান, ঘটনাস্থলে ১৮ জনের মৃত্যু হয় এবং হাসপাতালে নেওয়ার পর আরও ৩ জন মারা যান। বিভিন্ন হাসপাতালে আহত ব্যক্তিদের চিকিৎসা চলছে। তবে তিনি আহত ব্যক্তিদের সংখ্যা জানাতে পারেননি।
সাম্প্রতিক বছরগুলোয় মেক্সিকোতে সড়ক দুর্ঘটনার সংখ্যা উদ্বেগজনক হারে বেড়েছে। এর পেছনে রয়েছে যানবাহনের খারাপ রক্ষণাবেক্ষণ, বেপরোয়াভাবে গাড়ি চালানো ও চালকের ক্লান্তি।
বেশির ভাগ দুর্ঘটনায় মালবাহী ট্রাক জড়িত থাকায় মেক্সিকোর ব্যস্ত মহাসড়কে নিরাপত্তার মান উন্নত করার দাবি জোরালো হয়েছে।
চলতি বছরের ৮ ফেব্রুয়ারি দক্ষিণ-পূর্বাঞ্চলীয় কামপেচে রাজ্যে ট্রাক ও বাসের সংঘর্ষে ৩৮ জন নিহত হন। এটি সাম্প্রতিক সময়ের মধ্যে অন্যতম ভয়াবহ দুর্ঘটনা। গত মার্চে এক দিনে দুটি বাস দুর্ঘটনায় ৩০ জনের বেশি মানুষ প্রাণ হারান।
এএফপি