টি-টোয়েন্টি

পাকিস্তান সিরিজের আগে আরব আমিরাতের বিপক্ষে খেলবে বাংলাদেশ  

স্পোর্টস ডেস্ক
  ০২ মে ২০২৫, ২৩:০০

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল চলতি মাসে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) বিপক্ষে দুই ম্যাচের একটি দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজ খেলবে। এমিরেটস ক্রিকেট বোর্ড (ইসিবি) শুক্রবার (২ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে।
সিরিজের ম্যাচ দুটি আগামী ১৭ ও ১৯ মে স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। এই সিরিজ শেষেই বাংলাদেশ দল পাকিস্তানে যাবে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে।
গত তিন বছরে এটি হবে বাংলাদেশ ও ইউএইর মধ্যে দ্বিতীয় দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজ। এর আগে ২০২২ সালের সেপ্টেম্বরে দুবাইয়ে দুই ম্যাচের সিরিজ খেলেছিল দুই দল।
ইসিবি’র চিফ অপারেটিং অফিসার (সিওও) সুবহান আহমদ এক বিবৃতিতে বলেন, আমরা বাংলাদেশের জাতীয় দলকে আবারও স্বাগত জানাতে পেরে আনন্দিত। গত তিন বছরে আমরা নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ এবং আফগানিস্তানের মতো আইসিসির পূর্ণ সদস্য দলগুলোকে আতিথ্য দিয়েছি। বাংলাদেশের এই সিরিজ আমাদের জন্য বিশেষ গুরুত্ব বহন করে।