হাতে বেলীফুলের মালা জড়িয়ে বাংলাদেশে মিস ইউনিভার্স তাতিয়ানা কালমেল

লাইফস্টাইল ডেস্ক
  ০৭ মে ২০২৫, ২২:০৪

বাংলাদেশ সফর করছেন মিস ইউনিভার্স আমেরিকাস ও মিস পেরু-২০২৪ তাতিয়ানা কালমেল। মিস ইউনিভার্স বাংলাদেশ প্রতিযোগিতার আনুষ্ঠানিক ঘোষণা ও ‘মিস ইউনিভার্স স্কিনকেয়ার’ নামে নতুন একটি পণ্যের উদ্বোধনী ক্যাম্পেইনের অংশ হিসেবে তার এ সফর।
বুধবার (৭ মে) বিকেলে ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের পদ্মা হলে একটি সংবাদ সম্মেলনে তাতিয়ানার উপস্থিতিতে মিস ইউনিভার্স বাংলাদেশ প্রতিযোগিতা ও মিস ইউনিভার্স স্কিনকেয়ার প্রোডাক্ট লঞ্চ করার আনুষ্ঠানিক ঘোষণা দেন ফ্লোরা টেলিকম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও মিস ইউনিভার্স বাংলাদেশ-এর জাতীয় পরিচালক ও আয়োজক মোস্তফা রফিকুল ইসলাম ডিউক।
অনুষ্ঠানে তাতিয়ানা কালমেল সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করেন এবং মিস ইউনিভার্স প্ল্যাটফর্মের আন্তর্জাতিক ও সাংস্কৃতিক গুরুত্ব তুলে ধরেন।

একাধিক আনুষ্ঠানিক ঘোষণার এ আয়োজনে মিস ইউনিভার্স-২০২৪ নিজেকে উপস্থাপন করেন অত্যন্ত পেশাদারত্বের সঙ্গে। তার পরনে ছিল কালো রঙের গাউন, পায়ে কালো স্যান্ডেল, চুলে একটি স্লিক বান, কানে মুক্তার দুল, আর হাতে বেলীফুলের মালা। ন্যাচারাল মেকআপ লুকে এই সুন্দরী হাসিমুখে কথা বলেন তার জীবনদর্শন নিয়ে।
তাতিয়ানার বাংলাদেশে আসার বিশেষ আগ্রহের প্রসঙ্গে সাংবাদিকদের সঙ্গে প্রশ্নোত্তর পর্বে তিনি জাগো নিউজকে জানান, বিজয়ী ঘোষিত হওয়ার পরেই এশিয়া ট্যুরের প্রসঙ্গে তিনি বাংলাদেশ সফরের কথা জানতে পারেন। তার প্রথম প্রতিক্রিয়া ছিল ‘কেন নয়!’
তিনি বলেন, ‘আমি ভেবেছিলাম যে বাংলাদেশে যাওয়ার মধ্য দিয়ে আমি একটি নতুন দ্বার উন্মোচনের সুযোগ পেয়েছি। একই সঙ্গে আমি একটি নতুন সংস্কৃতিকে কাছে থেকে দেখার সুযোগ পাবো। এবং আমি জানাতে চাই যে আমি বাংলাদেশে আসতে পেরে সত্যি খুব আনন্দিত।’
তাতিয়ানা বলেন, ‘জীবন অনেক সময় আমাদের সঠিক মুহূর্তে সঠিক স্থানে নিয়ে দাঁড় করায় এবং আজ আমি এখানে থেকে এই সময়টি উপভোগ করতে পেরে আনন্দিত। মিস ইউনিভার্স শুধু বাহ্যিক রূপের প্রতিযোগিতা নয়, এটি নারীর ক্ষমতায়নের একটি প্ল্যাটফর্ম। এখান থেকে লিডারশিপ তৈরি হয়। তাই আমি বাংলাদেশি নারীদের বলবো আপনারা চেষ্টা করে দেখুন বিশ্বে নিজের ছাপ ফেলার।’
আয়োজক মোস্তফা রফিকুল ইসলাম ডিউক বলেন, ‘এটি বাংলাদেশের সুন্দরী প্রতিযোগিতার ইতিহাসে খুব গুরুত্বপূর্ণ একটি দিন, কারণ এই প্রথমবারের মতো কোনো বর্তমান মিস ইউনিভার্স মুকুটধারীর বাংলাদেশে আসলেন। মিস ইউনিভার্স শুধু একটি সুন্দরী প্রতিযোগিতা নয়, এটি একটি বৈশ্বিক মঞ্চ যেখানে বুদ্ধিমত্তা, আত্মবিশ্বাস এবং উদ্দেশ্যকে উদযাপন করা হয়। তাতিয়ানা কালমেলকে বাংলাদেশে স্বাগত জানাতে পেরে আমরা সত্যিই গর্বিত ও আনন্দিত।’
মিস ইউনিভার্স প্রতিযোগিতায় তাতিয়ানার সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত কোনটি, এ প্রশ্নের জবাবে তিনি বলেন - ‘দীর্ঘদিনের পরিশ্রমের পরে ফাইনাল মঞ্চে যখন আমি আমার দেশকে রিপ্রেজেন্ট করতে দাঁড়িয়েছি, সেই মুহূর্তটি সবচেয়ে আলাদা। এর মধ্যে একটি অন্য রকম গর্ব আছে।’
পেরুর নারীদের রূপের কোনো রহস্য আছে কি না, এ প্রশ্নের জবাবে তাতিয়ানা কিছু বিউটি টিপস্ দেন। তিনি বলেন, ‘আমার কাছে মনে হয় নিজেকে পজিটিভ রাখা সৌন্দর্যের জন্য খুব গুরুত্বপূর্ণ। একই সঙ্গে যথেষ্ট ঘুম আর পানি।’
বিভিন্ন সংবাদমাধ্যমের সঙ্গে আলাদা সাক্ষাৎকারের এক পর্যায়ে এক লাইন বাংলাও শেখেন তাতিয়ানা। ভাঙা ভাঙা বাংলায় তিনি বাংলাদেশিদের উদ্দেশ্যে বলেন ‘আমি বাংলাদেশকে ভালোবাসি।’