ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ পর্যটক নিহতের ঘটনায় প্রতিবেশী পাকিস্তানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিচ্ছে নয়াদিল্লি। হামলার এক দিন পর গতকাল বুধবার ভারত ঘোষণা দিয়েছে, সার্ক ভিসার অধীনে পাকিস্তানের কোনো নাগরিককে ভারতে ভ্রমণ করতে দেওয়া হবে না। এ ভিসার অধীনে কোনো পাকিস্তানি যদি দেশটিতে থেকেও থাকেন, তাদের ৪৮ ঘণ্টার মধ্যে ভারত ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। দ্য মিন্ট জানায়, পেহেলগামের বৈসারনে হামলার দায় স্বীকার করেছে দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট নামের একটি সশস্ত্র সংগঠন। কয়েক বছর আগে আত্মপ্রকাশ করা সংগঠনটি পাকিস্তানের লস্কর-ই-তৈয়্যবার একটি শাখা বলে জানিয়েছেন ভারতের কর্মকর্তারা।
হামলার ঘটনায় ভারতের পক্ষ থেকে পাকিস্তানের বিরুদ্ধে বেশ কয়েকটি পদক্ষেপ নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে সিন্ধু নদের পানিচুক্তি স্থগিত করা। ইসলামাবাদকে পানির ভাগ দিতে দুই দেশের চুক্তিটি হয়েছিল ১৯৬০ সালে। পাকিস্তানের সঙ্গে আতারি সীমান্ত বন্ধ করে দেওয়া হয়েছে। সেই সঙ্গে পাকিস্তান হাইকমিশন থেকে স্টাফ সরিয়ে নেবে ভারত।
হামলার ঘটনায় ভারতের পক্ষ থেকে পাকিস্তানের বিরুদ্ধে বেশ কয়েকটি পদক্ষেপ নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে সিন্ধু নদের পানিচুক্তি স্থগিত করা। ইসলামাবাদকে পানির ভাগ দিতে দুই দেশের চুক্তিটি হয়েছিল ১৯৬০ সালে। পাকিস্তানের সঙ্গে আতারি সীমান্ত বন্ধ করে দেওয়া হয়েছে। সেই সঙ্গে পাকিস্তান হাইকমিশন থেকে স্টাফ সরিয়ে নেবে ভারত।
আলজাজিরা জানায়, হত্যাকাণ্ডের ঘটনায় জম্মু-কাশ্মীর থেকে দেড় হাজারের বেশি বাসিন্দাকে আটক করা হয়েছে। হামলার সময় নারীদের রেখে বেছে বেছে পুরুষদের গুলি করা হয়েছে। বন্দুকধারীর গুলিতে একজন নেপালিসহ ২৬ পর্যটক নিহত হন। আহত হন অন্তত ১৭ জন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। পেহেলগাম থেকে তিন মাইল দূরে পাহাড়ের চূড়ায় অবস্থিত বৈসারনের তৃণভূমিতে এ হামলার ঘটনা ঘটে।
২০১৯ সালের পর উপত্যকায় বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে এটিই সবচেয়ে বড় সন্ত্রাসী হামলা। এ ঘটনায় প্রাণ যায় কাশ্মীরের যুবক সাইয়েদ আদিল হুসেইন শাহেরও। তিনি বৈসারনে পর্যটকদের জন্য ঘোড়ায় চড়ার ব্যবস্থা করতেন। আদিল এক পর্যটককে বাঁচানোর চেষ্টা করতে গিয়ে নিহত হন।
হামলার খবরে সৌদি আরব সফর সংক্ষিপ্ত করে বুধবার ভোরে ভারতে ফেরেন নরেন্দ্র মোদি। নয়াদিল্লিতে পৌঁছানোর পর বিমানবন্দরেই তিনি শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। মোদি বলেন, হামলায় জড়িতদের ছাড় দেওয়া হবে না।
জড়িত বন্দুকধারীদের খুঁজতে বুধবার সাঁড়াশি অভিযান শুরু করে নিরাপত্তা বাহিনী। হামলায় জড়িত সন্দেহে তিনজনের স্কেচ প্রকাশ করা হয়েছে। ঘটনার পর পর্যটকরা এখন কাশ্মীর ছাড়ার চেষ্টা করছেন। হামলার প্রতিবাদে কাশ্মীরজুড়ে ব্যবসা ও শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে।
পর্যটকদের ওপর হামলার নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইরান, ইতালিসহ অনেক দেশ। হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে পাকিস্তান প্রথম আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানিয়েছে।
কাশ্মীরে সন্ত্রাসী হামলার নিন্দা প্রধান উপদেষ্টার
পর্যটকদের ওপর হামলায় নিন্দা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। গতকাল প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে এক বার্তায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে উদ্দেশ করে ড. ইউনূস বলেন, পেহেলগামে সন্ত্রাসী হামলায় প্রাণহানির ঘটনায় আমার গভীর সমবেদনা গ্রহণ করুন। আমরা এ জঘন্য কাজের তীব্র নিন্দা জানাই।