জম্মু ও কাশ্মীরের সন্ত্রাসী হামলা

বিয়ের মাত্র ৭ দিনের মাথায় বেড়াতে গিয়ে প্রাণ হারালেন নৌ-কর্মকর্তা

আন্তর্জাতিক ডেস্ক
  ২৩ এপ্রিল ২০২৫, ১২:০৪
কাশ্মীরে বন্দুকধারীদের হামলায় নিহত নৌ-কর্মকর্তা বিনয় নারওয়াল

ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের পহেলগামে হওয়া ভয়াবহ সন্ত্রাসী হামলায় দেশজুড়ে নেমে এসেছে শোক। উত্তরপ্রদেশের কানপুর থেকে মহারাষ্ট্রের পানভেল—দেশের নানা প্রান্তের মানুষ এই ঘটনায় প্রিয়জন হারিয়েছেন। গতকাল মঙ্গলবার পর্যটকদের একটি দলের ওপর বন্দুকধারীদের হামলায় অন্তত ২৪ জন নিহত হয়েছে। এক জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।
তবে কিছু গণমাধ্যমে নিহতের সংখ্যা ২৬ জন বলা হয়েছে। 
কর্তৃপক্ষ একে সাম্প্রতিক বছরগুলোর মধ্যে বেসামরিক মানুষের ওপর সবচেয়ে ভয়াবহ হামলা বলে উল্লেখ করেছে। হামলাটি হয়েছে পহেলগামে, যা সড়কপথে প্রধান শহর শ্রীনগর থেকে প্রায় ৯০ কিলোমিটার দূরে অবস্থিত। জানা গেছে, ট্রেকিং অভিযানে অংশ নেওয়া একটি পর্যটক দলকে লক্ষ্য করে আচমকা গুলি চালায় অজ্ঞাত পরিচয়ধারী কয়েকজন অস্ত্রধারী।
হামলার সময় আশপাশে থাকা মানুষজন আতঙ্কে ছত্রভঙ্গ হয়ে পড়ে। মুহূর্তেই আনন্দঘন পরিবেশ রূপ নেয় রক্তাক্ত অস্থিরতায়। 
অনেক তরুণ-তরুণীর জীবন থেমে গেছে পহেলগামের এই নারকীয় সন্ত্রাসে। মাত্র সাত দিন আগে বিয়ে করে জীবনের নতুন অধ্যায় শুরু করেছিলেন।
স্ত্রীকে নিয়ে গিয়েছিলেন ছোট্ট এক ছুটিতে। গন্তব্য ছিল ভূস্বর্গ কাশ্মীর। কিন্তু সেখানেই জীবনের যবনিকা পতন হল তরুণ নৌবাহিনীর অফিসার বিনয় নারওয়ালের। ২৬ বছরের এই তরুণ ছিলেন হরিয়ানার কার্নালের বাসিন্দা। জম্মু-কাশ্মীরের পহেলগামে ভয়াবহ জঙ্গি হামলার শিকার হয়েছেন তিনি।
সেই হামলায় অন্যান্য নিরীহ পর্যটকদের সঙ্গেই প্রাণ হারিয়েছেন লেফটেন্যান্ট বিনয়।
নৌসেনা সূত্রে জানা গেছে, মাত্র দুইবছর আগে বাহিনীতে যোগ দেন বিনয়। বর্তমানে তার পোস্টিং ছিল কোচিতে। চলতি বছরের ১৬ এপ্রিল তিনি বিয়ে করেন, আর ১৯ এপ্রিল ছিল তাদের বিবাহোত্তর সংবর্ধনা। এরপর স্ত্রীকে নিয়ে ঘুরতে যান কাশ্মীরে। কিন্তু মধুচন্দ্রিমার আনন্দ মুহূর্তেই রূপ নেয় এক ভয়াবহ দুঃস্বপ্নে। জঙ্গিদের গুলিতে ঝাঁঝরা হয়ে যায় বিনয়ের দেহ। ভবিষ্যতের হাজারো স্বপ্ন, সুখের শুরু, সবকিছু এক নিমেষে থেমে যায়।

বিনয়ের মৃত্যুর খবরে শোকস্তব্ধ তার পরিবার, আত্মীয়স্বজন ও প্রতিবেশীরা। এলাকার মানুষজন বলছেন, বিনয় ছিলেন ভদ্র, মেধাবী এবং ভীষণ আশাবাদী একজন যুবক। তার মৃত্যু যেন বিশ্বাসই করতে পারছেন না কেউ। সংবাদ সংস্থা এএনআই-কে এক প্রতিবেশী বলেন, ‘মাত্র ক’দিন আগেই বিয়ে হয়েছিল ওর। সবাই খুব খুশি ছিল। কে জানত এমন খবর শুনতে হবে। সত্যিই ভাষা হারিয়ে ফেলেছি।


শুভম দ্বিবেদী ও তার স্ত্রী। তাদের বিয়ে হয়েছিল গত ১২ ফেব্রুয়ারি। পাশের ছবিতে নিহত শুভম মাটিতে পড়ে আছেন
 

বিনয়ের মতো আরো এক যুবক শুভম দ্বিবেদী। তিনিও সদ্যবিবাহিত। স্ত্রীকে নিয়ে কাশ্মীরে ঘুরতে গিয়ে হামলার শিকার হন। চলতি বছরের ফেব্রুয়ারির ১২ তারিখ তাদের বিয়ে হয়েছিল। মাত্র দুই মাস পরেই সেই আনন্দের ছুটি ভয়ঙ্কর এক দুঃস্বপ্নে পরিণত হয়ে গেছে। 
শুভমের চাচাতো ভাই সৌরভ দ্বিবেদী এএনআই-কে জানান, ‘শুভম তার স্ত্রীকে নিয়ে পহেলগামে ছিলেন। আমার চাচা জানান শুভমের মাথায় গুলি লেগেছে। এমনও শোনা যাচ্ছে, হামলাকারীরা নাম জেনে গুলি চালানো হয়েছিল... মৃতদেহ পেতে এখনও ২-৩ দিন লাগবে, সব আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পরই মরদেহ দেওয়া হবে।’
এই ভয়াবহ হামলার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন তাদের বিদেশ সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরে আসেন। মোদি ছিলেন সৌদি আরবে রাষ্ট্রীয় সফরে। 
এ ঘটনায় দায় স্বীকার করেছে ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’ নামের একটি সংগঠন, যা নিষিদ্ধ ঘোষিত লস্কর-ই-তৈয়বার একটি উপধারা হিসেবে পরিচিত। এই সংগঠনটির পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, তারা এ হামলার দায় নিচ্ছে।
স্থানীয়দের প্রতিবাদ, মোমবাতি মিছিল
পহেলগামের স্থানীয় ট্যাক্সি ড্রাইভাররা মোমবাতি মিছিল করে এ হামলার প্রতিবাদ জানিয়েছেন। কাশ্মীরের বারামুলা, শ্রীনগর, পুঞ্চ, আখনুর ও কুপওয়ারাতেও স্থানীয়রা মিছিল করেছেন। জম্মুতে বজরং দল কর্মীরাও প্রতিবাদ কর্মসূচি পালন করেন।
পহেলগাম ট্যাক্সি অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট গুলজার আহমদ ওয়ানি বলেন, ‘এই হামলা আমরা তীব্রভাবে নিন্দা করি। এরা কেবল পর্যটক নয়, আমাদের পরিবারের মতো। আমরা চাই সরকার এই ঘটনার আসল দোষীদের খুঁজে বার করুক। পহেলগাম সবসময় শান্তিপূর্ণ জায়গা ছিল। এখানকার জীবনযাত্রা পর্যটনের ওপর নির্ভর করে।’
মহারাষ্ট্রের পাঁচ পর্যটক নিহত
মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের অফিস জানায়, এই হামলায় মহারাষ্ট্রের পাঁচজন পর্যটক নিহত হয়েছেন। শিন্ডে কেন্দ্রীয় বেসামরিক বিমান চলাচল মন্ত্রী রাম মোহন নাইডুকে একটি বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করার অনুরোধ করেছেন যাতে আটকে পড়া মহারাষ্ট্রের পর্যটকদের ফিরিয়ে আনা যায়। মন্ত্রী আশ্বস্ত করেছেন, পর্যটকদের তালিকা পেলেই তৎপরতার সঙ্গে তাদের মুম্বাইয়ে ফিরিয়ে আনার কাজ শুরু হবে।
এদিকে এক্স-এ দেওয়া পোস্টে প্রধানমন্ত্রী মোদি বলেন, ‘এই জঘন্য হামলার তীব্র নিন্দা জানাচ্ছি। যারা প্রিয়জন হারিয়েছেন তাদের প্রতি আমার সমবেদনা। আহতদের দ্রুত আরোগ্য কামনা করি। ক্ষতিগ্রস্তদের সরকারি সাহায্য দেওয়া হচ্ছে।’ তিনি আরো বলেন, ‘এই ঘৃণ্য কাজ যারা করেছে তারা রেহাই পাবে না। আমাদের সন্ত্রাসবিরোধী সংকল্প অটুট থাকবে।’
ঘটনার পরপরই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শ্রীনগরে পৌঁছে একটি উচ্চপর্যায়ের নিরাপত্তা বৈঠক করেন। তিনি বলেন, ‘এই কাপুরুষোচিত হামলায় যারা জড়িত, তাদের কাউকে ছাড়া হবে না।’ এই সন্ত্রাসী হামলার পর, ভারতীয় সেনাবাহিনী এবং জম্মু-কাশ্মীর পুলিশ অনন্তনাগ জেলার পহেলগামের বাইসরান এলাকায় যৌথ অভিযান শুরু করেছে। হামলাকারীদের খুঁজে বের করতেই এই তল্লাশি চালানো হচ্ছে।
সূত্র : এনডিটিভি