বাংলাদেশ-ভারত সীমান্তে এবার এক ভারতীয় নাগরিককেই গুলি করেছে দেশটির সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এতে ওই ব্যক্তি গুরুতর আহত হন। এসময় তার সঙ্গে থাকা এক নারী পালিয়ে গেছেন বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যমগুলো।
বুধবার (৫ ফেব্রুয়ারি) দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরে বলা হয়েছে, গত মঙ্গলবার বাংলাদেশ-ভারত আন্তর্জাতিক সীমান্ত অতিক্রমের চেষ্টা করতে গিয়ে আখতার জামাল রনি নামে একজন সন্দেহভাজন চোরাকারবারি বিএসএফের গুলিতে আহত হয়েছেন। তিনি ত্রিপুরার বাক্সনগরের পুতিয়া গ্রামের বাসিন্দা।
জিজ্ঞাসাবাদে ওই ব্যক্তি স্বীকার করেছেন, তিনি কোনো ধরনের বৈধ নথিপত্র ছাড়াই বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করছিলেন।
বিএসএফ সূত্র জানিয়েছে, রাজ্যের সেপাহিজলা জেলায় মোতায়েন বিএসএফ সদস্যরা মঙ্গলবার সন্ধ্যায় রনি ও এক নারীকে সীমান্তের বেড়া অতিক্রমের চেষ্টা করতে দেখেন।
অভিযোগ করা হয়েছে, এসময় ওই দুইজন বিএসএফের হুঁশিয়ারি উপেক্ষা করার পাশাপাশি এক জওয়ানের কাছ থেকে বন্দুক ছিনতাইয়ের চেষ্টা করেন।
বিএসএফের মুখপাত্র জানান, অভিযুক্তরা নির্দেশনা উপেক্ষা করে সীমান্তরক্ষীদের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়ে এবং পাম্প অ্যাকশন গান (পিএজি) ছিনতাইয়ের চেষ্টা করে। এসময় আত্মরক্ষার জন্য বিএসএফ জওয়ান একটি গুলি চালান, যার আঘাতে পুরুষ ব্যক্তিটি আহত হন। এসময় তার সঙ্গে থাকা নারী পাশের গ্রামে পালিয়ে যান।
আহত ব্যক্তিকে চিকিৎসাসহ প্রয়োজনীয় সহায়তা দেওয়া হয়েছে বলে জানিয়েছে বিএসএফ।