পুতিনের সঙ্গে ফোনে এক ঘণ্টা কথা বললেন জার্মান চ্যান্সেলর

আন্তর্জাতিক ডেস্ক
  ১৬ নভেম্বর ২০২৪, ২৩:২৬

প্রায় দুই বছরের মধ্যে প্রথম কথোপকথন করলেন রাশিয়া ও জার্মানির শীর্ষ নেতা। জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎস স্থানীয় সময় শুক্রবার (১৫ নভেম্বর) রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে প্রায় এক ঘণ্টা ধরে আলাপ-আলোচনা করেন।
পশ্চিমা দেশগুলোর আসন্ন ট্রাম্প প্রশাসনের জন্য নিজেদের প্রস্তুতির মধ্যেই এ ফোনকলের খবর এলো। আলোচনায় উক্রেন যুদ্ধের বিভিন্ন দিক নিয়ে কথা হয়েছে বলে জানা গেছে।
জার্মান সরকারের মুখপাত্র স্টিফেন হেবেস্ট্রেইট এক বিবৃতিতে বলেছেন, সরকারের জোট ভেঙে যাওয়ার পর ফেব্রুয়ারিতে আগাম নির্বাচনের মুখোমুখি হওয়া শলৎস 'ন্যায়সঙ্গত ও স্থায়ী শান্তি' অর্জনের লক্ষ্যে ইউক্রেনের সঙ্গে আলোচনার জন্য পুতিনের প্রতি আহ্বান জানিয়েছেন।
এতে আরও বলা হয়, শলৎস 'যতক্ষণ প্রয়োজন ততক্ষণ' ইউক্রেনের প্রতি জার্মান সমর্থনের কথা প্রকাশ করেন। ইউক্রেনীয় অবকাঠামোতে রাশিয়ার হামলার নিন্দা করেন এবং কুরস্কে ইউক্রেনের আক্রমণ মোকাবেলায় রাশিয়ার মাটিতে হাজার হাজার উত্তর কোরিয়ার সেনা মোতায়েনের ইস্যুও সামনে আনেন।
পুতিন এবং শলৎস দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়েও আলোচনা করেছেন বলে জানা গেছে। মস্কো জ্বালানি বাণিজ্যসহ পারস্পরিক উপকারী সহযোগিতার জন্য প্রস্তুত রয়েছে, যদি বার্লিন একই দৃষ্টিভঙ্গি পোষণ করে।