লাহোরে মার্কিন দূতাবাস কর্মীদের নিরাপদে আশ্রয় নেওয়ার নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক
  ০৮ মে ২০২৫, ২৩:০৩

পাকিস্তানের লাহোরে অবস্থিত মার্কিন কনস্যুলেট জেনারেল সব কর্মীদের ‘নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার’ নির্দেশ দিয়েছেন। লাহোর এবং তার কাছাকাছি ‘ড্রোন বিস্ফোরণ’ এবং ‘আকাশসীমায় সম্ভাব্য অনুপ্রবেশের’ খবর পাওয়া গেছে। এসব কারণেই দূতাবাস কর্মীদের সতর্ক করা হয়েছে। খবর বিবিসির।
কনস্যুলেটের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, লাহোরের প্রধান বিমান বন্দরের নিকটস্থ কিছু এলাকা কর্তৃপক্ষ খালি করছে বলেও প্রাথমিকভাবে প্রতিবেদনে জানা গেছে।
সরাসরি সংঘাত হচ্ছে এমন এলাকায় থাকা যুক্তরাষ্ট্রের নাগরিকদের সম্ভব হলে নিরাপদে ওই স্থান ত্যাগ করা এবং সম্ভব না হলে নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার পরামর্শ দিয়েছে মার্কিন দূতাবাস।
গত ২২ এপ্রিল ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসী হামলার ঘটনায় কমপক্ষে ২৬ পর্যটক নিহত হয়। ওই হামলার ঘটনায় শুরু থেকে পাকিস্তানকেই দায়ী করছে ভারত। যদিও এ ধরনের অভিযোগ অস্বীকার করেছে পাকিস্তান।
পহেলগামে হামলার ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার মধ্যরাতে পাকিস্তানের অভ্যন্তরে হামলা চালিয়েছে ভারত। ওই হামলায় পাকিস্তানে নিহতের সংখ্যা শতাধিক। ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং রাজনৈতিক দলগুলোর সঙ্গে করা বৈঠকে এমন তথ্য জানিয়েছেন। পহেলগাম হামলার প্রতিশোধ নিতেই পাকিস্তানের অভ্যন্তরে বিমান হামলা চালায় ভারত।
রাজনাথ সিং আরও জানিয়েছেন, ভারতের এই অপারেশন চলমান। অর্থাৎ যে কোনো হামলার জবাব দিতে দেশটি প্রস্তুত। তিনি বলেন, ভারত সরকার আর হামলা চালাতে চায় না। তবে শত্রুর চালানো যে কোনো হামলার পাল্টা জবাব দেওয়া হবে।