বলিউডের জনপ্রিয় তারকা দম্পতি ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশলের বিয়ের পর থেকেই চলছে ক্যাটরিনার গর্ভধারণ নিয়ে নানান জল্পনা। আবারও নতুন করে গুঞ্জন শুরু হয়েছে যে, প্রথম সন্তানের মা হতে যাচ্ছেন ক্যাটরিনা। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে, দম্পতির ঘরে এ বছরের অক্টোবর–নভেম্বরের মধ্যে নতুন অতিথি আসতে পারে।
তবে এ বিষয়ে এখনো দম্পতির পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। দীর্ঘদিন ধরেই এ নিয়ে আলোচনা চললেও ক্যাটরিনা ও ভিকি বিষয়টি নিয়ে প্রকাশ্যে কিছুই বলেননি। ক্যাটরিনা সম্প্রতি আলোচনার বাইরে রয়েছেন এবং গণমাধ্যমের সামনে আসছেন না। এক ভক্ত তাকে আলিবাগ যাওয়ার পথে নৌকায় ওঠার সময় হালকা সাদা ঢিলেঢালা পোশাকে দেখতে পান। অনেকেই ধারণা করেন, তিনি ইচ্ছাকৃতভাবে ঢিলেঢালা পোশাক পরেছেন বেবি বাম্প আড়াল করার জন্য। ওই সময় ভিকি কৌশলও সঙ্গে ছিলেন, তবে দুজনের কেউই কারও সঙ্গে কথা বলেননি।
সূত্রমতে, সন্তান জন্মের পর ক্যাটরিনা দীর্ঘ মাতৃত্বকালীন বিরতিতে যাওয়ার পরিকল্পনা করেছেন। বর্তমানে তার হাতে কোনো নতুন ছবির কাজ নেই।
এর আগে ২০২৪ সালে Bad Newz সিনেমার ট্রেলার উন্মোচন অনুষ্ঠানে ভিকিকে এ নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেছিলেন, গুড নিউজ আসলেই (সন্তানের খবর) আমরা খুব খুশি মনেই আপনাদের জানাবো। তবে আপাতত এসব গুঞ্জনের কোনো সত্যতা নেই। এখন Bad Newz উপভোগ করুন, আর যখন সত্যিই গুড নিউজ আসবে, আমরা সেটি অবশ্যই শেয়ার করব।
প্রসঙ্গত, ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল ২০২১ সালে রাজস্থানের সিক্স সেন্সেস ফোর্ট বারওয়ারায় এক সুন্দর অনুষ্ঠানে বিবাহবন্ধনে আবদ্ধ হন। এটি ছিল একান্ত পারিবারিক অনুষ্ঠান যেখানে কেবল ঘনিষ্ঠজনরা উপস্থিত ছিলেন। বিয়ের পর থেকে দম্পতি সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের ব্যক্তিজীবনের ঝলক শেয়ার করেন।
কর্মজীবনের দিক থেকে ভিকি কৌশলকে সর্বশেষ দেখা গেছে পিরিয়ড ড্রামা Chhaava চলচ্চিত্রে, আর ক্যাটরিনা অভিনয় করেছেন Merry Christmas সিনেমায়, যেখানে তার বিপরীতে ছিলেন বিজয় সেতুপতি।
সূত্র: উইওন