ববিতার ‘অশনি সংকেত’ থেকে ‘গোলাপী এখন ট্রেনে’

বিনোদন ডেস্ক
  ৩১ জুলাই ২০২৫, ১৮:৩২

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন প্রথিতযশা চিত্রনায়িকা ববিতার আজ জন্মদিন। ৭০-৮০ দশকের বড় পর্দা মাতিয়ে রেখেছিলেন তিনি। সত্যজিৎ রায়ের ‘অশনি সংকেত’ সিনেমার মাধ্যমে তিনি চলচ্চিত্রাঙ্গনে আলোড়ন সৃষ্টি করেছিলেন। তারপর আর পেছন ফিরে তাকাতে হয়নি। ২৫০টি চলচ্চিত্রে অভিনয় করার অভিজ্ঞতা রয়েছে তার ঝাঁপিতে। এরমধ্যে সেরা চার সিনেমার এক ঝলক দেখে নেয়া যাক। 

অশনি সংকেত: সত্যজিৎ রায় পরিচালিত ‘অশনি সংকেত’ সিনেমায় ববিতা অভিনয় করেছেন সৌমিত্র চট্টপাধ্যায়ের বিপরীতে। সিনেমাটি ১৯৭৩ সালে মুক্তি পেয়েছিল। সিনেমার ‘অনঙ্গ বউ’ চরিত্রে অভিনয় করে আন্তর্জাতিকভাবেও প্রশংসিত হয়েছেন ববিতা। "দ্য নিউ ইয়র্ক টাইমস গাইড টু দ্য বেস্ট ১,০০০ মুভিজ এভার মেড" তালিকায় ঠাঁই পেয়েছে এই অশনি সংকেত।

আলোর মিছিল: নারায়ণ ঘোষ মিতা পরিচালিত ‘আলোর মিছিল’ সিনেমাটি ববিতার ক্যারিয়ারে আরো একটি উল্লেখযোগ্য সিনেমা। ‘আলোর মিছিল’ সিনেমাটি ১৯৭৪ সালে মুক্তি পেয়েছিল।  ববিতার বিপরীতে ছিলেন ফারুক। গুরুত্বপূর্ণ চরিত্রে ছিলেন রাজ্জাক, সুজাতা, খলিল, রোজিসহ আরো অনেকেই। এই সিনেমার গান এই পৃথিবীর পরে কত ফুল ফোটে আর ঝরে এখনো সবার মুখে মুখে। 

বাঁদী থেকে বেগম: ববিতা প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান মোহসীন পরিচালিত ‘বাঁদী থেকে বেগম’ সিনেমার জন্য। সিনেমাটি ১৯৭৫ সালে মুক্তি পেয়েছিল। সিনেমায় তাঁর বিপরীতে ছিলেন নায়ক রাজ রাজ্জাক। সিনেমাটির কাহিনি, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন সাংবাদিক ও লেখক আহমদ জামান চৌধুরী। 

গোলাপী এখন ট্রেনে: আমজাদ হোসেন পরিচালিত ‘গোলাপী এখন ট্রেনে’ সিনেমাটিতে ববিতার অভিনয় নজর কেড়েছে। ১৯৭৮ সালে মুক্তি পাওয়া এই সিনেমায় অভিনয় করেছেন ফারুক, আনোয়ার হোসেন, রোজী সামাদ, আনোয়ারা, রওশন জামিল, এটিএম শামসুজ্জামান। সিনেমাটি মস্কো ফিল্ম ফেস্টিভ্যালে প্রদর্শিত হয়েছিল। সিনেমাটি দেখে খ্যাতিমান পরিচালক মৃণাল সেনসহ অনেকেই প্রশংসা করেছিলেন।