ক্যানসারের সঙ্গে লড়াইয়ের পর না ফেরার দেশে পাড়ি জমালেন অস্ট্রেলিয়ান তারকা অভিনেতা ডেভিড আর্গ। বুধবার (৩০ জুলাই) মৃত্যু হয়েছে তার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর।
অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম নিউজ ডটকমের প্রতিবেদন অনুযায়ী, দেশটির মেলবোর্নে জন্মগ্রহণ করা ডেভিড ১৯৮৩ সালে ‘বিএমএক্স ব্যান্ডিটস’ সিনেমায় নিকোল কিডম্যানের সঙ্গে অভিনয় করে পরিচিতি লাভ করেন।
আবার ১৯৮১ সালের যুদ্ধের নাটক ‘গ্যালিপোলিতে’ অভিনয় করে তারকা খ্যাতি লাভ করেন। এতে ‘স্নোই’ চরিত্রে দেখা যায় তাকে।
এ অভিনেতা গত জানুয়ারিতে শারীরিক জটিলতা থেকে পরিত্রাণে গোপনে একটি ‘গো ফান্ড মি’ পেজ তৈরি করেছিলেন। মূলত একটি মোবিলিটি স্কুটার কেনার জন্য অর্থ সহায়তার আশায় পেজটি খুলেছিলেন তিনি।
ডেভিড আর্গ তখন লিখেছিলেন, ‘ক্যান্সারসহ কিছু শারীরিক জটিলতার জন্য আমার রক্ত সঞ্চালন দুর্বল, পা ক্রমশ ব্যথার সঙ্গে খাঁজ কাটতে থাকে এবং হাঁটাও কঠিন হয়ে পড়ছে।’
এ তারকা আরও লিখেছিলেন, ‘জীবন ক্রমেই কঠিন হয়ে পড়ছে। আমি আমার জন্য একটি মোবিলিটি স্কুটার কিনতে আপনাদের সহায়তা করার অনুরোধ করছি। একটি স্কুটার আমার দৈনন্দিন জীবনের জন্য অবিশ্বাস্যভাবে সহায়ক হবে। আমার চলাফেরা আরও সহজ করবে।’
এদিকে ডেভিড আর্গের মৃত্যুতে শোক প্রকাশ করেছে অস্ট্রেলিয়ান চলচ্চিত্র পরিবেশক সংস্থা আমব্রেলা এন্টারটেইনমেন্ট। সংস্থাটি ডেভিড আর্গকে শ্রদ্ধা জানাতে ‘কৌতুক প্রতিভাবান’ বলে উল্লেখ করেছেন। আর বিবৃতিতে বলা হয়েছে, ডেভিড এমন একজন অভিনেতা ছিলেন, যিনি দর্শকদের হাসাতে পারতেন। পর্দায় তার উপস্থিতি কখনো খারাপ ছিল না।
ন্যাশনাল ইনস্টিটিউট অব ড্রামাটিক আর্টের ছাত্র ছিলেন ডেভিড আর্গ। তবে ১৯৭০-এর দশকের ধারাবাহিক ‘দ্য রেস্টলেস ইয়ার্স’ এ স্যামি মার্টিনের চরিত্রে অভিনয়ের জন্য শেষ বর্ষের পড়ালেখা স্থগিত করেন। ধারাবাহিকটিতে ১০০ পর্বে অভিনয় করেছিলেন তিনি।
সত্তর দশক থেকে ৯০-এর দশকের শেষ দিকে মঞ্চেও দারুণভাবে পারফর্ম করেছেন ডেভিড আর্গ। এর মধ্যে রয়েছে ‘হেয়ার দ্য ট্রাইবাল লাভ রক মিউজিক্যাল’, ‘দ্য কান্ট্রি ওয়াইফ’, ‘স্লিপিং বিউটি অন আিইস’ ও ‘দ্য মাউথ শো’।
এ ছাড়া তার অভিনীত সিনেমার মধ্যে উল্লেখযোগ্য ‘রেজারব্যাক’, ‘গোয়িং ডাউন’, ‘মেলভিন সন অব অ্যালভিন’, ‘ব্যাকলাশ’, ‘অ্যাঞ্জেল বেবি’, ‘রোড ট্রেন’ ও ‘হারকিউলিস রিটার্নস।