৪০০ কোটি আয় করেছে ‘সায়ারা’

বিনোদন ডেস্ক
  ৩১ জুলাই ২০২৫, ১৮:১২

‘সায়ারা’ সিনেমাটি মুক্তির পর ১৩ দিন পার করেছে। মোহিত সুরি নির্মিত সিনেমাটি ভারতে আয় করেছে ২৭৩ দশমিক ৫০ কোটি রুপি। আর বিশ্বব্যাপী আয় গিয়ে এসেছে ৪০০ কোটি রুপির ঘরে। সিনেমাটির এই সাফল্য পেছনে ফেলেছে আমির খানের ‘সিতারে জমিন পার’ (২৬৪ কোটি) এবং শাহিদ কাপুরের ‘কবীর সিং’র মতো সুপারহিট সিনেমাকে।
‘সাইয়ারা’ সিনেমার মাধ্যমে আহান পাণ্ডে ও আনিত পাড্ডার রুপালি পর্দায় অভিষেক হয়েছে। দুই নবাগতকে নিয়ে নির্মিত সিনেমার এমন সাফল্য বলিউডে আর নেই। এমনটাই জানিয়েছে, ভারতীয় গণমাধ্যম ‘এনডিটিভি’।
মুক্তির দ্বিতীয় সপ্তাহে এসে সিনেমাটির দৈনিক আয় কিছুটা কমলেও বক্স অফিসে এখনও হিট। গত সোমবার আয় ছিল ৯ দশমিক ২৫ কোটি, মঙ্গলবার ১০ কোটি এবং বুধবার ৭ কোটি রুপি। সবমিলিয়ে এ পর্যন্ত সিনেমার আয় ২৭৩ দশমিক ৫০ কোটি রুপি (ভারতে) এবং বিশ্বজুড়ে ৪০০ কোটি রুপির বেশি।
এদিকে আগামীকাল (১ আগস্ট) প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ধর্ম প্রোডাকশনের ‘ধড়ক-২’ এবং অজয় দেবগনের ‘সন অব সরদার-২’। সিনেমা দুটি মুক্তির পর ‘সায়ারা’ চ্যালেঞ্জের মুখে পড়তে পারে বলে মনে করছেন কেউ কেউ।
যশ রাজ ফিল্মস প্রযোজিত ‘সায়ারা’ সিনেমাটি মূলত প্রেম, বিচ্ছেদ ও স্মৃতিভ্রষ্টতার এক আবেগঘন গল্প। আহান পাণ্ডে অভিনীত ‘কৃষ কাপুর’ এক তরুণ সংগীতশিল্পী, আর আনিত পাড্ডার চরিত্র ‘ভানী বাত্রা’ একজন তরুণ লেখিকা, যিনি অল্প বয়সেই আক্রান্ত হন আলঝেইমার্স রোগে। এমন এক গল্পে এগিয়ে চলে সিনেমাটি।