হবু পুত্রবধূর আগের বিয়ের খবরে হৃদরোগে আক্রান্ত হন কিশোর কুমার

বিনোদন ডেস্ক
  ৩১ জুলাই ২০২৫, ০৬:৪২

কিশোর কুমারের জীবন যেমন সংগীতময়তায় পরিপূর্ণ ছিল, তেমনি ব্যক্তিজীবনেও কম উত্তাল ছিল না। ১৯৮১ সালে তিনি প্রথম হৃদ্‌রোগে আক্রান্ত হন। সম্প্রতি এক স্মৃতিচারণায় তাঁর ছেলে অমিত কুমার জানান, কীভাবে বাবার বিবাহবিচ্ছেদের ঘটনা তাঁর মানসিক চাপ বাড়িয়ে দিয়েছিল এবং তা সরাসরি স্বাস্থ্যেও বিরূপ প্রভাব ফেলেছিল।
রেডিও নশা অফিশিয়ালকে দেওয়া এক সাক্ষাৎকারে অমিত কুমার বলেন, ‘১৯৮১ সালে আমার বিয়ে হওয়ার কথা ছিল। পুরো বিয়েই ছিল অ্যারেঞ্জড। বাবা খুবই খুশি ছিলেন। প্ল্যান করেছিলেন, মুম্বাই থেকে সবাই—ইন্ডাস্ট্রির সবাই—কলকাতায় যাবেন বিয়েতে। মেয়েটিও ছিলেন কলকাতার।’
কিন্তু এক আকস্মিক ঘটনায় বিয়েটি বাতিল হয়ে যায়। কারণ যা জানলে চমকে উঠেছিলেন কিশোর কুমারও—জানা যায়, মেয়েটি আগে থেকেই বিবাহিত ছিলেন। এ ঘটনা কিশোর কুমারের মনে গভীর আঘাত হানে।
অমিত জানান, বিয়েটাকে ঘিরে কিশোর কুমার অনেক বড় পরিকল্পনা করেছিলেন। শুধু বিয়ে নয়, অমিতকে স্থায়ীভাবে সংসারী করতে চেয়েছিলেন তিনি। সেই স্বপ্নভঙ্গই যেন সইতে পারেননি কিশোর। এর কিছুদিনের মধ্যেই ঘটে তাঁর জীবনের প্রথম হার্ট অ্যাটাক।
যদিও কিশোর কুমার পরিচিত ছিলেন প্রাণবন্ত কণ্ঠ আর হাস্যরসপূর্ণ ব্যক্তিত্বের জন্য, বাস্তবে তিনি ভেতরে অনেক বেদনা বয়ে বেড়াতেন। পঞ্চাশের কোঠায় পৌঁছেই তাঁর শরীর খারাপ হতে শুরু করে। তবে তাঁর গানে সেই কষ্টের ছায়া পড়েনি।