গত বছরের জুলাই আন্দোলনে ‘কথা ক’ গানটি গেয়ে আলোচনায় এসেছিলেন র্যাপ সংগীতশিল্পী সেজান। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তার গানটি সামাজিক মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা পায় এবং আন্দোলনকে তরান্বিত করতেও বড় ভূমিকা রাখে। নিজেও নিজেকে জুলাই অভ্যুত্থানের একজন গর্বিত অংশীদার মনে করেন সেজান।
তবে এবার সামাজিক মাধ্যমে প্রকাশিত এক পোস্টে সেই আন্দোলনের সঙ্গেই সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছেন তিনি। স্পষ্ট ভাষায় বলেছেন, 'জুলাই আন্দোলন সংক্রান্ত কোনো শোতে আমাকে আর ডাকবেন না।'
নিজের ফেসবুক পোস্টে সেজান ক্ষোভ প্রকাশ করে জানান, জুলাই আন্দোলনের বর্ষপূর্তি ঘিরে আয়োজিত কনসার্ট ও সাংস্কৃতিক অনুষ্ঠানগুলোতে হিপহপ শিল্পীদের প্রতি চরম অবহেলা করা হচ্ছে। তিনি লিখেছেন, 'ছাত্র জনতার পাশে প্রথম যেসব শিল্পী দাঁড়িয়েছিল, তাদের মধ্যে র্যাপাররাই ছিল সবচেয়ে আগে। গ্রাফিতি আর্টিস্টরাও তখন ভূমিকা রেখেছে। কিন্তু আজ আমাদেরই যেন জায়গা নেই!'
সেজান দাবি করেন, কিছু জায়গায় পারফর্ম করতে পারলেও, বেশিরভাগ শোতেই তাদের যেন জোর করে জায়গা নিতে হয়েছে। আয়োজকদের আচরণে বারবার অসম্মানিত বোধ করেছেন। তার ভাষায়, 'অন্যান্য শিল্পীরা যেখানে প্রপার প্রটোকল ও সম্মান পান, সেখানে র্যাপারদের ন্যূনতম মূল্যায়নও করা হয় না।'
সেজান মনে করেন, হিপহপ এখন বাংলাদেশের মূলধারার সাংস্কৃতিক অঙ্গনের অংশ। তাই সম্মান ও অধিকার আদায়ে হিপহপ কমিউনিটিকে আর চুপ থাকা উচিত নয়। তিনি ঘোষণা দিয়েছেন, “যতক্ষণ না আয়োজকেরা প্রপার লাইনআপ ঠিক করছেন, এবং পারফর্মারদের যথাযথ প্রটোকল ও সম্মান দিচ্ছেন, ততক্ষণ আমি নতুন কোনো শোতে অংশ নেব না।”
পোস্টের শেষে সেজান লেখেন: 'ক্ষ্যাপা গানের আর্টিস্ট আমরা, ক্ষ্যাপ আর্টিস্ট না। Respect ছাড়া যারেই পাবি—Rap আর্টিস্ট না।”
এই বক্তব্য কেবল একজন শিল্পীর অভিমান নয়, বরং বাংলাদেশের হিপহপ কমিউনিটিতে দীর্ঘদিনের বঞ্চনার জোরালো প্রতিবাদ বলেই মনে করছেন অনেকে।