‘শেখ হাসিনা যে অপরাধ করেছে, ১৯৭১ সালে পাকিস্তানি সেনাবাহিনীও তা করে নাই’ এমন মন্তব্য অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুলের। গতকাল মঙ্গলবার দুপুরে অনুষ্ঠিত জুলাই গণঅভ্যুত্থানে হওয়া হত্যাকাণ্ডের বিচার বিষয়ে এক আলোচনা ও তথ্য প্রদর্শনীতে একথা বলেন আইন উপদেষ্টা। এরপরই তার বক্তব্য ঘিরে নেটদুনিয়ায় চলছে তুমুল আলোচনা-সমালোচনা। যদিও বিষয়টি নিয়ে ইতিমধ্যেই দুঃখ প্রকাশ করেছেন আইন উপদেষ্টা।
তবে এদিন রাতেই ফেসবুকে সেই বক্তব্যে ফটোকার্ড শেয়ার করে আসিফ নজরুলের সমালোচনা করেছেন অভিনেত্রী ইয়াসমিন জাহান তারিন! এক ফেসবুক পোস্টে লিখেছেন, ‘সেই গত বছরের জ্বালাময়ী বক্তব্য এই দেশে নাকি ২৬ লক্ষ ভারতীয় কাজ করে, যা এখন পর্যন্ত প্রমাণ করতে পারেননি তিনি।’
বলা দরকার, আইন উপদেষ্টা হওয়ার আগে আসিফ নজরুল মন্তব্য করেছিলেন, বাংলাদেশে ২৬ লাখ ভারতীয় কাজ করছে।