ভাবমূর্তি পুনরুদ্ধারে এবার চতুর এক পদক্ষেপ নিয়েছে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাস্ট্রোনোমার। মুখপাত্র হিসেবে নিয়োগ দিয়েছে অস্কারজয়ী অভিনেত্রী গ্বয়েনেথ পালট্রোকে। মজার ব্যাপার হলো, এই অভিনেত্রী কোল্ডপ্লের ভোকালিস্ট ক্রিস মার্টিনের প্রাক্তন স্ত্রী। প্রায় ১৩ বছর সংসার করেছেন তারা।
গত শুক্রবার, সামাজিক মাধ্যম এক্সে পোস্ট দিয়ে এ তথ্য জানান অভিনেত্রী নিজেই। বার্তা সংস্থা এপির প্রতিবেদন অনুযায়ী, খুবই অল্প সময়ের জন্য এই অভিনেত্রীকে মুখপাত্র হিসেবে নিয়োগ দিয়েছে প্রতিষ্ঠানটি। গত ১৬ জুলাই কিস ক্যাম স্ক্যান্ডালের পর এই পদক্ষেপ নিল টেক প্রতিষ্ঠানটি।
গত ১৬ জুলাই যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসের ফক্সবোরোর জিলেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় জনপ্রিয় রকব্যান্ড কোল্ডপ্লের কনসার্ট। সেখানে ‘কিস ক্যাম’-এর পর্দায় ধরা পড়েন অ্যাস্ট্রোনোমারের সিইও অ্যান্ডি বাইরন ও মানবসম্পদ বিভাগের প্রধান ক্রিস্টিন ক্যাবট। মুহূর্তেই ভাইরাল হয়ে যায় সেই ভিডিও ফুটেজ। ওই ফুটেজে দেখা যায়, ক্রিস্টিনকে পেছন থেকে আলিঙ্গন করে আছেন অ্যান্ডি। কোল্ডপ্লের গানের সুরে সুরে দুলছেন দুজনে। তবে, যখনই তারা দেখতে পান বিগ স্ক্রিনে নিজেদের দেখা যাচ্ছে তখনই হকচকিত হয়ে পড়েন। দুহাতে মুখ ঢেকে পেছন ফিরে আড়ালে চলে যান ক্রিস্টিন। আর অ্যান্ডি সঙ্গে সঙ্গে নিচে লুকিয়ে পড়েন।
তাদের আচরণ দেখে কোল্ড প্লে’র ভোকালিস্ট ক্রিস মার্টিন তখনই বলেন, ‘হয় ওদের মধ্যে পরকীয় করছে, নয়তো ওরা খুবই লাজুক।’ পরে ক্রিসের সন্দেহই সত্য প্রমাণিত হয়। বেরিয়ে আসে তারা পরকীয়াই করছেন।
ওই ঘটনার পর থেকেই বিতর্কের কেন্দ্রে রয়েছে প্রতিষ্ঠানটি। ভিডিও ক্লিপটি ভাইরাল হওয়ার সঙ্গে সঙ্গে ইন্টারনেট জুড়ে ছড়িয়ে পড়ে অ্যান্ডি ও ক্রিস্টিনের হতবিহ্বল মুখের ছবি, মিম ও প্যারোডি ভিডিও।
এই বিতর্কের মধ্যেই অ্যাস্ট্রোনোমার শুক্রবার ঘোষণা করে, তারা অভিনেত্রী গ্বয়েনেথ পালট্রোকে প্রতিষ্ঠানের ‘অস্থায়ী মুখপাত্র” হিসেবে নিয়োগ দিয়েছে। একটি সংক্ষিপ্ত ভিডিও বার্তায় পালট্রো তার অনুসারীদের উদ্দেশ্যে বলেন, ‘গত কয়েক দিনে অ্যাস্ট্রোনোমার অনেক প্রশ্নের মুখোমুখি হয়েছে, এবং তারা চাচ্ছে আমি যেন তাদের হয়ে সেসব প্রশ্নের উত্তর আপনাদের দিই।’
কিস ক্যাম স্ক্যান্ডালের বিষয়টি সরাসরি উল্লেখ না করে তিনি বলেন, ‘আমরা খুশি যে এখন অনেকেই ডেটা ওয়ার্কফ্লো অটোমেশন নিয়ে আগ্রহ দেখাচ্ছেন। এখন আমরা আবার আমাদের আসল কাজে মন দিচ্ছি—যেখানে আমরা আমাদের গ্রাহকদের জন্য কার্যকর ও ভালো ফলাফল দেওয়ার চেষ্টা করি।’
শিল্পবিষয়ক পরিসংখ্যান ও বিশ্লেষণ সংস্থা লুমিনেট জানিয়েছে, বিতর্কিত ভিডিওটি ভাইরাল হওয়ার পরবর্তী কয়েক দিনের মধ্যেই কোল্ড প্লে ব্যান্ডের গানের অনলাইন স্ট্রিমিং প্রায় ২০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।