জুলাই গণঅভ্যুত্থান বর্ষপূর্তি উপলক্ষে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি করা হবে। এ লক্ষ্যে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর কাছে বৃক্ষের চাহিদার পরিমাণসহ অন্যান্য তথ্য চেয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা (মাউশি) অধিদপ্তর। নির্ধারিত ছকে পাঁচদিনের মধ্যে অধিদপ্তরের মনিটরিং ও ইভালুয়েশন উইংয়ে এ তথ্য পাঠাতে হবে।
মঙ্গলবার (১৫ জুলাই) দেশের সব উপজেলা ও থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে এ সংক্রান্ত চিঠি পাঠিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর।
চিঠিতে বলা হয়, জুলাই গণঅভ্যুত্থান বর্ষপূর্তি ২০২৫ উদযাপনের স্মারক হিসেবে শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন দেশের সব মাধ্যমিক বিদ্যালয়, কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে বৃক্ষরোপণের লক্ষ্যে নির্দিষ্ট ছক মোতাবেক তথ্য মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মনিটরিং ও ইভালুয়েশন উইংয়ের পরিচালক বরাবর হার্ড কপি ও সফট কপি পাঠাতে হবে।
চিঠি দেওয়ার দিন থেকে পাঁচ কর্মদিবসের মধ্যে এ তথ্য পাঠানোর নির্দেশ দেওয়া হলো। সফট কপি [email protected] ইমেলে পাঠাতে হবে।
ছকে প্রতিষ্ঠানের নাম উল্লেখ করে তার সঙ্গে ইআইআইএন নম্বর, প্রতিষ্ঠানের মোট জমির পরিমাণ, বৃক্ষরোপণ যোগ্য জায়গার পরিমাণ (বর্গফুট), বৃক্ষের চাহিদার পরিমাণ দিতে হবে।