আগ্রাবাদ ইউএসএ মিলনমেলার ১৩ সেপ্টেম্বর 

ডেস্ক রিপোর্ট
  ০৩ সেপ্টেম্বর ২০২৪, ২০:৪৪

আগামী ১৩ সেপ্টেম্বর শুক্রবার সন্ধ্যা ৭টায় নিউ ইয়র্কের কুইন্সের আল আকসা পার্টি হলে  পরানে আগ্রাবাদ ইউ.এস.এ মিলনমেলার সপ্তম পুনর্মিলনী অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই বিশেষ সন্ধ্যায় সবাই মিলিত হবেন সেই চেনা মুখগুলোর সাথে, যারা একসময় জীবনের অংশ ছিল এবং একসাথে উদযাপন করবেন আগ্রাবাদের সেই সোনালী স্মৃতিগুলোকে। সবাই একসাথে স্মৃতির পাতায় থাকা সেই দিনগুলোকে ফিরে দেখার সুযোগ পাবেন , যেখানে পুরনো হাসি, গল্প, আর আনন্দের মুহূর্তগুলো জীবনের রঙিন অধ্যায় হয়ে উঠেছিল।  এই পুনর্মিলনী কেবল একটি অনুষ্ঠান নয়, এটি  শেকড়ের সাথে সবার বন্ধনকে আরও দৃঢ় করার একটি অনন্য সুযোগ হবে। মিলনমেলায় সবাই ফিরে যাবেন তাদের শৈশবে, যেখানে ছিলো হাসি-খুশির, কল্পনার, এবং স্বপ্নের এক অপরূপ ভুবন। একে অপরের সাথে গল্প করে, স্মৃতিচারণ করে, আবারও সেই দিনগুলোর স্বাদ গ্রহণ করবেন, প্রতিটি স্মৃতি যেনো জীবনের গল্পের একেকটি পৃষ্ঠা, যেখানে বন্ধুত্ব, প্রেম, আর হাসি এক সুতায় গাঁথা - এই প্রত্যাশা করেন আয়োজকরা।  আয়োজকরা জানান, এই অনুষ্ঠানের মূল আকর্ষণ হলো স্মৃতিচারণ। একে অপরের সাথে গল্প করে, সেই পুরনো দিনের স্মৃতির পাতা উল্টিয়ে ফিরে যাবেন শৈশবে, যেখানে হাসি, আনন্দ, আর কল্পনার এক রঙিন জগৎ ছিলো।
আমাদের সেই সময়ের বন্ধু-বান্ধব, শিক্ষক-শিক্ষিকা, খেলার মাঠের গল্প, ক্লাসের দুষ্টুমি সবকিছু যেনো আবারো জীবন্ত হয়ে উঠবে।  এটি কেবল একটি পুনর্মিলনী নয়, বরং শেকড়ের সাথে আমাদের বন্ধনকে পুনরুজ্জীবিত করার এক বিশেষ মুহূর্ত, একসাথে পুরনো দিনের স্মৃতিতে হারিয়ে যাওয়া ও  নতুন স্মৃতির জাল বুনবে - তাই সবার উপস্থিতির আহবান  জানিয়েছেন আয়োজকরা। এই বছরের পুনর্মিলনীতে থাকছে নানান রকমের বিশেষ আয়োজন। সঙ্গীত সন্ধ্যা, সাংস্কৃতিক অনুষ্ঠান, কুইজ প্রতিযোগিতা, এবং পুরস্কার বিতরণী সহ আরও অনেক আকর্ষণীয় আয়োজন থাকবে। ছোটদের জন্য আলাদা খেলার জায়গা, সুস্বাদু খাবারের আয়োজন, এবং সবার জন্য থাকবে একসাথে আনন্দে মেতে উঠার অসাধারণ সুযোগ থাকবে এই পুনর্মিলনী অনুষ্ঠানে।  এই পুনর্মিলনীতে অংশগ্রহণের জন্য নিচের যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে নাম নিবন্ধন করার জন্য আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে - বাবু: 917 731 3975, জুয়েল: 347 335 2187, বকুল: 347 852 6332, রুশো: 917 600 0185, আতিক: 646 240 6062