ভাষা শহিদদের স্মৃতির মিনারের আদলে শহিদ মিনার স্থাপন

নিউজার্সির ফ্রাংকলিন টাউনশীপে মাতৃভাষার অনুষ্ঠান

ডেস্ক রিপোর্ট
  ২৫ ফেব্রুয়ারি ২০২৪, ২২:৫৩

সেন্ট্রাল নিউজার্সির ছোট্ট শহর ফ্রাংকলিন টাউনশীপ। বহু মিশ্রণের অভিবাসীদের কোলাহল থাকলেও শহরটিতে তেমন বাংলাভাষী লোকজন নেই। যদিও এ টাউনশীপের কাউন্সিলউওম্যান শেপা উদ্দিন নিউজার্সি রাজ্যে এখন একমাত্র নির্বাচিত বাংলাদেশি বংশোদ্ভূত নারী কাউন্সিল উওম্যান। শেপা উদ্দিনকে প্রধান অতিথি করে সেন্ট্রাল নিউজার্সির অলাভজনক তামিল সংস্থা থিনেই আমেরিকা( Thinai America) আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে চমৎকার অনুষ্ঠানের আয়োজন করে।
ফ্রাংকলিন টাউনশীপের লাইব্রেরি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশে ভাষা শহিদদের স্মৃতির মিনারের আদলে শহিদ মিনার স্থাপন করা হয়। কাঠ দিয়ে একাই এ শহিদ মিনারটি নির্মাণ করেন কমিউনিটি অ্যাক্টিভিস্ট আব্দুল হাই। অনুষ্ঠানের ব্যবস্থাপনায় ছিলেন বালামুরুগান গণেশন এবং ইলামরান পেরুমল। ২৪ ফেব্রুয়ারি শনিবার দুপুরে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে দেয়া বক্তৃতায় কাউন্সিল উওম্যান শেপা উদ্দিন বলেন, বহু জাতিগোস্টির সংমিশ্রণের শহরে এমন অনুষ্ঠান আগামীতে আরও সমৃদ্ধ ও বড় পরিসরে আয়োজন করা হবে। নিজেদের ভাষা ও সংস্কৃতি ধারণ করে আমেরিকার সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এমন অনুষ্ঠানমালা গুরুত্বপূর্ণ বলে তিনি উল্লেখ করেন। অতিথি হিসেবে দেয়া বক্তৃতায় স্কুল বোর্ডের সদস্য বিল গ্রিপো বলেছেন, ফ্রাংকলিন টাউনশীপ বহুজাতির সংমিশ্রণে একটি অনন্য শহর হিসেবে আত্মপ্রকাশ করেছে। এ শহরের প্রতিটি মানুষ নিজেদের পরিচয় নিয়ে অহংকার বোধ করতে পারে।
অনুষ্ঠানে আশেপাশের শহর থেকে বাংলাদেশি শাড়ি চুড়ির সাজে এবং পুরুষরা পাঞ্জাবী পরে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের অন্যতম বিষয় ছিল, বিভিন্ন জাতিগোস্টির সন্তানরা নিজেদের ভাষায় সভায় বক্তৃতা দিয়েছে। তারা বলেছে, ইংরেজির পাশাপাশি নিজেদের উৎসের ভাষাটা শেখাটা কেন জরুরি। ইংরেজির সাথে অন্য একটি ভাষা জানা এখানকার ইউনিভার্সিটিতে এবং কর্মক্ষেত্রেও অতিরিক্ত সুবধা পাওয়ার বিষয়টি সভায় আলোচিত হয়।
অনুষ্ঠানে আকর্ষণীয় পর্ব ছিল ব্যান্ড দল  'এস এন্ড আর' ( সুভন এবং রাজীব) এর পরিবেশনা। একক ও দলগত পরিবেশনায় একে একে গাওয়া হয়, 'আমার ভাই এর রক্তে রাঙানো'/ 'আমি বাংলায় গান গাই'/ 'ওরে নূতন যুগের ভোরে'/ 'ধনধান্য পুস্পে ভরা'/ 'ঐ আসন তলে'/ 'বিস্তীর্ণ দুপারে'/'মুক্তির মন্দির সোপানো তলে'- সহ বব ডিলানের 'ব্লোইং ইন দ্যা উইন্ড' গাওয়া হয়।
একক ও দলীয় সঙ্গীত পরিবেশনায় ছিলেন জয়ী চ্যাটার্জি, মালিনী মজুমদার, জয়শ্রী সেন মজুমদার, শোভন রহমান, রাজীব সরকার, অরুন্ধাতি সিনহা, ইশতিয়াক হাসান নাহিদ, সোমা মুখার্জি এবং তাসনুভা আইরিন যুথি। আবৃত্তি করেন সমা নাসরিন। অনুষ্ঠানটি পরিচালনা করেন অরুন্ধাতি সিনহা। সাউন্ডে ছিল আর্ট মিডিয়া প্রডাকশন।