৩৮ তম ওয়াশিংটন ফোবানার প্রেস কনফারেন্স ও মিট এন্ড গ্রীট আগামী ২৪ ফেব্রুয়ারি ঢাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেলে অনুষ্ঠিত হবে। সেখানে হোস্ট কমিটি ও ফেবানার নির্বাহী কমিটির ৩৫ জন সদস্য উপস্থিত থাকবেন।
আটলান্টা, ওয়াশিংটন, নিউইয়র্ক, টেক্সাস, শিকাগো সহ নানা শহরের ফোবানার নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন ওয়াশিংটন ফোবানার হোস্ট কমিটির সভাপতি নুরুল আমিন নুরু।
জনাব নুরুল আমিন নুরু আরো জানান, ২৪ ফেব্রুয়ারী মিট এন্ড গ্রীটের পর ৩৮ তম ফোবানার হোস্ট সংগঠন বাগডিসি চ্যারিটিবল কাজের অংশ হিসাবে একটি বড় অংকের টাকা বাংলাদেশের বাংলাদেশে ফিজিওথেরাপির স্বেচ্ছাসেবী সংগঠন সিআরপি (সেন্টার ফর দ্য রিহ্যাবিলিটেশন অব দ্য প্যারালাইজড)-এর পরিকল্পক ও প্রতিষ্ঠাতা ভেলরী এন টেইলার কে হস্তান্তর করবেন। সেখানে ফোবানার নেতৃবৃন্দরা থাকবেন।
ফোবানার নির্বাহী কমিটির চেয়ারম্যান এটর্নী মোহাম্মদ আলমগীর ও নির্বাহী কমিটির মেম্বার সেক্রেটারী আবীর আলমগীর জানান, ফোবানা নানা রকম সামাজিক ও দাতব্য কাজে প্রশংসনীয় কাজ করছে। ফোবানা তার কাজের পরিধি অনেক বাড়িয়েছে। নতুন প্রজন্মকে ফোবানায় সম্পৃক্ত করা হয়েছে, যা ফোবানার ভবিষৎ কে উজ্জ্বল করেছে।
হোস্ট কমিটির কনভেনর রুখশানা পারভীন জানান, বাংলাদেশের মিট এন্ট গ্রীটের পর নিউইয়র্কে সংবাদ সম্মেলন হবে ও হোস্ট কমিটি ফোবানার নির্বাহী কমিটির সদস্যদের নিয়ে নানা শহরে মত বিনিময় ও ফান্ড রাইজিং করবেন
হোস্ট কমিটির মেম্বার সেক্রেটারী আবু রুমি জানান, সামগ্রিক ভাবে উত্তর আমেরিকার সব গুলো সংগঠনের সাথে যোগাযোগ করছি, ১ মার্চ থেকে আমরা আমাদের পুরো কর্ম পরিকল্পনা দাঁড় করাবো।
৩৮ তম ফোবানার কীক অব গালা সম্প্র্তি সফলভাবে সম্পন্ন হয়েছে।
১০ ফেব্রুয়ারি শনিবার সকাল ১১ টায় ওয়াশিংটনের ভার্জিনিয়ায় আগত ১৪ টি শহরের ফোবানা নেতৃবৃন্দরা ফোবানার মুল ভেন্যু পরিদর্শন করেন। ডিসি এয়ারপোর্ট থেকে ১ মাইলের মধ্যেই আর্লিংটনের ক্রিষ্টাল গেইটওয়ে ম্যারিয়েট ভার্জিনিয়ার একটি ভাল মানের হোটেল, সেখানে ফোবানার সকল অতিথি সহ পুরো ইভেন্ট সম্পন্ম হবে আগস্ট এর ৩০, ৩১ ও ১ সেপ্টেম্বর।
ভৌগলিক কারনে ভার্জিনিয়া, মেরীল্যান্ড, বাল্টিমোর ও ওয়াশিংটন খুব কাছাকাছি এবং অনেকগুলো সংগঠন কাজ করে ওয়াশিংটন টেরীটরিতে এবং ফোবানার একটি শক্ত অবস্থান রয়েছে ওয়াশিংটনে।
১০ জানুয়ারি সন্ধ্যায় কীক অব গালায় ফোবানার নির্বাহী কমিটির সেক্রেটারী আবীর আলমগীর ফোবানা নির্বাহী কমিটিকে পরিচয় করিয়ে দেন। নির্বাহী সংসদের পক্ষ থেকে বক্তব্যে রাখেন সহ সভাপতি মাসুদ রব ( লস এনজেলস) , জয়েন্ট সেক্রেটারী খালেদ রউফ (শিকাগো) ও ট্রেজারার ডক্টর প্রিয়লাল কর্মকার ( ভার্জিনিয়া)। সাবেক চেয়াম্যানদের পক্ষ থেকে বক্তব্যে রাখেন ফোবানার নির্বাচন কমিশনার মাহবুব রেজা ও ডিউক খান, রেহান রেজা,রবিউল করিম বেলাল ও ডা: জয়নুল আবেদীন।
দ্বিতীয় পর্বে ফোবানার নির্বাহী চেয়ারম্যান এটর্নী আলমগীর উপস্থিত সুধিজনদের শুভেচ্ছা সংক্ষিপ্ত বক্তব্য রাখতে অনুরোধ করেন, বিশিষ্টজনদের পক্ষ থেকে বক্তব্য রাখেন ও ফোবানাকে সহযোগীতা করার প্রত্যয় ব্যাক্ত করেন পারভীন পাটোয়ারী, মাজহারুল ইসলাম, রোকেয়া হায়দার, ইন্জিনিয়ার আবু হানিফ, এটর্নী জন কাপুর, সরকার কবির উদ্দিন, হীরন চৌধুরী,মাহমুদুন নবী বাকি, তাপস মজুমদার, লায়লা হাসান, ডা: আনোয়ারুল করিম,বুলবুল ইসলাম ও জনাব মাহবুব লস্কর। ৩৮ তম ফোবানার সব তথ্য Fobana2024.ORG পাওয়া যাবে।