নিউজার্সিতে জানুয়ারি মাস মুসলিম ঐতিহ্যের মাস হিসেবে উদ্‌যাপন

ডেস্ক রিপোর্ট
  ২৬ জানুয়ারি ২০২৪, ১২:২২

রাজ্য গভর্নরের ঘোষণা অনুযায়ী নিউজার্সি জুড়ে মুসলিম ঐতিহ্যের মাস হিসেবে জানুয়ারি মাসটি উদ্‌যাপিত হচ্ছে। রাজ্যের যেসব শহরে মুসলমান জনপ্রতিনিধি রয়েছেন, তাদের সক্রিয় অংশগ্রহণে বিভিন্ন অনুষ্ঠানে ব্যাপক মুসলিম জনগোস্টি যোগ দিচ্ছেন। অন্যান্য ধর্ম ও সংস্কৃতির লোকজনও এসব অনুষ্ঠানে যোগ দিয়ে জানতে পারছেন মুসলমান ধর্ম ও সংস্কৃতির বিভিন্ন দিক সম্পর্কে।
২৩ জানুয়ারী মঙ্গলবার সেন্ট্রাল নিউজার্সির ফ্রাঙ্কলিন টাউনশিপে উদ্‌যাপিত হয়েছে মুসলিম ঐতিহ্যের অনুষ্ঠান। এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানমালায় বাংলাদেশি আমেরিকান কাউন্সিল উওম্যান শেপা উদ্দিন মুসলিম সংগঠন ও ব্যক্তিবিশেষকে তাদের কাজের জন্য সম্মাননা জানিয়েছেন। সম্মাননা প্রাপ্তদের মধ্যে রয়েছেন মুসলিম সংগঠন ইকনা( ICNA )'র ইমাম জাওয়াদ, দাওয়াতুল ইসলামিয়া মসজিদের ব্রিমা রহমান, মসজিদে আলীর চেয়ারম্যান ডাঃ জাফারী এবং বেসরকারি সংস্থা কিদমার পক্ষ থেকে মেহেত রফিক।  
কাউন্সিল উওম্যান শেপা উদ্দিন ছাড়াও অন্যান্যের মধ্যে বক্তব্য রেখেছেন মেয়র ফিল কারমার এবং কাউন্সিলম্যান এলেক্স কারাজি। বক্তারা বলেছেন, জানুয়ারি মাসকে মুসলিম ঐতিহ্যের মাস হিসেবে ঘোষণা করায় বহু ধর্ম, জাতি ও সংস্কৃতির লোকজন একে অন্যকে ভালোভাবে জানার সুযোগ সৃষ্টি করবে। পরস্পরের প্রতি সম্মান ,সম্প্রীতি এবং ভালোবাসা বৃদ্ধির মাধ্যমেই একটি সমাজ এগিয়ে যায়। জানুয়ারি মাসকে মুসলিম হেরিটেজ মাস হিসেবে ঘোষণা করার জন্য রাজ্য গভর্নর ফিল মারফিকে তারা ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
উল্লেখ্য, ২০২৩ সালের ২৯ এপ্রিল নিউজার্সি রাজ্যের গভর্নর ফিল মারফি ও আইন প্রণেতারা এক যৌথ সিদ্ধান্তের মাধ্যমে প্রতি বছর জানুয়ারি মাসকে মুসলিম ঐতিহ্যের মাস হিসেবে চিহ্নিত করার ঘোষণা প্রদান করেন। এ ঘোষণার সময় গভর্নর ফিল মারফি বলেছেন, মুসলিম হেরিটেজ মাসের স্বীকৃতির মধ্য দিয়ে নিউজার্সিতে মুসলিম আমেরিকানদের অবদানকে স্বীকৃতি দেয়া হচ্ছে। মুসলমানদের গৌরবজনক ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি এবং ধর্মীয় মূল্যবোধের কথা উল্লেখ করে তিনি বলেছেন, এ ধর্মের লোকজন নিউজার্সির বিভিন্ন ক্ষেত্রে গৌরবজনক অবদান রেখে আসছেন।