রিপোর্ট এ বছর শিল্প সাহিত্যের মাসিক সংকলন ঘুংঘুর প্রদত্ত ‘ঘুংঘুর’ সম্মাননা পেলেন একুশে পদকপ্রাপ্ত লেখক, মূলধারার রাজনীতিক, বিজ্ঞানী ও বীর মুক্তিযোদ্ধা ড. নূরুন নবী। গত ১ আগস্ট সোমবার সন্ধ্যায় জ্যাকসন হাইটসের একটি মিলনায়তনে ঘুংঘুর সম্মাননা ও নিউইয়র্ক বইমেলায় প্রকাশিত বিশেষ সংখ্যার প্রকাশনা উৎসব উপলক্ষে এক অনুষ্ঠানে এই সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন ঘুংঘুর সম্পাদক ডা. হুমায়ূন কবীর। দুই পর্বে সাজানো অনুষ্ঠানের প্রথম পর্বে ঘুংঘুর সাহিত্য কাগজ নিয়ে আলোচনা করেন লেখক আহমাদ মাযহার ও ২০২২ সালে প্রকাশিত নিউইয়র্ক বই মেলার অতিথি সম্পাদক আবেদীন কাদের।
শুভেচ্ছা বক্তব্যের সুচনা করেন নাট্যশিল্পী ও চিত্রকর বিপাশা হায়াত। বক্তব্য শেষ করে নিজ কন্ঠে রবীন্দ্র সঙ্গীত পরিবেশন করে উপস্থিত সাহিত্যমোদীদের আনন্দ দেন।
বাংলাদেশ রাইটার্স ক্লাব ও নিউইয়র্ক সাহিত্য একাডেমি পরিচালক মিশুক সেলিম এবং মোশাররফ হোসেনের সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের প্রথম পর্বের সমাপ্তি হয়।
সম্মাননা প্রদান পর্বের সূচনা বক্তব্য দেন কবি ফকির ইলিয়াস। সম্মানিত অতিথিকে পরিচয় করিয়ে দেন সাপ্তাহিক বাঙালি সম্পাদক কৌশিক আহমেদ। বীর মুক্তিযোদ্ধা ড. নুরুন নবীকে নিয়ে মুল্যবান এবং সরস আলোচনা করেন ছড়াকার লুৎফর রহমান রিটন। সম্মাননা প্রাপ্ত ড. নূরুন নবীকে আবেগ আপ্লুত হয়ে আন্তরিক শ্রদ্ধা জানান প্রবাসী মুক্তিযাদ্ধা শিল্পী তাজুল ইসলাম।
বাংলাদেশের নাট্য জগতের অনন্য শিল্পী শিরিন বকুল সঞ্চালনায় শুরু হয় সম্মাননা পর্ব। প্রথমে নিউইয়র্কের সাংস্কৃতিক সংগ্রামীযোদ্ধাদের সেনাপতি খ্যাত বীর মুক্তিযোদ্ধা, মেধাবী লেখক ড. নুরুন নবীকে ফুলের তোড়া অর্পণ করে শুভেচ্ছা জানান লেখক-সাংবাদিক ও গীতিকার ইশতিয়াক রুপু। অতিথির হাতে ক্রেস্ট তুলে দেন টেলিভিশন ব্যাক্তিত্ব বেলাল বেগ।
সম্মাননা প্রাপ্ত ড. নূরুন নবী উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের এই বিশেষ দিনে নিজ পিতাকে স্মরণ করে বলেন, অন্যায় দেখলো তার প্রতিবাদ করো ছিলো তাঁর পিতার নির্দেশ। আজীবন তিনি তাই পালন করে যাচ্ছেন। জীবনে সকল প্রাপ্তিতে সহধর্মিনী জিনাত নবীর অবদানের কথা উল্লেখ করেন তিনি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিউইয়র্কের শিল্প এবং সাহিত্য জগতের অনেক পরিচিত মুখ যথাক্রমে নাজমুননেসা পিয়ারি, তৌকির আহমেদ, জসিম মল্লিক, শামস আল মমীন, মনজুর কাদের, মেহফুজ রেহমান, ওবায়দুল্লাহ মামুন, বিশ্বজিত সাহা, মেসবাহ উদ্দীন আহমেদ, মনিরুল হক, মুর্শিদা সাদেক, হুমায়ুন কবীর ঢালী, সুব্রত বরুয়া, নিনি ওয়াহেদ, মাইনউদ্দিন আহমেদ, আকবর হায়দার কিরণ, মোহাম্মদ আলী বাবুল, আবু রায়হান, সেমন্তি ওয়াহেদ, সোনিয়া কাদের, ফেরদৌসী সুলতানা, মৌ মধুবন্তি, ফাহিম রেজা নূর, ফারহানা ইলিয়াস তুলি, মিশুক সেলিম, খালিদ সরফুদ্দীন, জাকিয়া ফাহিম, রওশন হাসান, বেনজীর সিকদার, নাসির সিকদার, গোপন সাহা, সুতপা মণ্ডল, ভায়লা সালিনা লিজা, জাকিয়া আক্তার জলি, জহিরুল আবেদীন জুয়েল, শিবলী আহমেদ, শহীদুল ইসলাম, মাসুম আহমেদ, মাহফুজ আহমেদ, লাভলু আহমেদ, গোপাল সান্যাল প্রমুখ।