নিউইয়র্কে নিরাপদ সড়ক চাই দিবস পালিত

বাংলাদেশের ন্যায় যুক্তরাষ্ট্রেও দূর্ঘটনা রোধে আরো সচেতনতা দরকার

ডেস্ক রিপোর্ট
  ১৩ নভেম্বর ২০২৩, ১১:৪৯

শুধু বাংলাদেশ বা যুক্তরাষ্ট্র নয়, বিশ্বের সকল দেশের সড়ক দূর্ঘটনা রোধে আরো সচেতনতা দরকার। সেই সাথে সবাইকে আইন মেনে চলতে হবে। তা নাহলে দূর্ঘটনা বাড়বেই, দূর্ঘটনার হাত থেকে আমরা বাঁচতে পারবো না। বাংলাদেশের মতো যুক্তরাষ্ট্রের সড়ক দূর্ঘটনা খুবই উদ্বেগের। বাংলাদেশের জাতীয় পুরষ্কারপ্রাপ্ত জনপ্রিয় চিত্র নায়ক ইলিয়াস কাঞ্চন প্রতিষ্ঠিত ‘নিরাপদ সড়ক চাই’ দিবস পালন উপলক্ষ্যে নিউইয়র্কে আয়োজিত এক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। গত ২৪ অক্টোবর মঙ্গলবার এই সভার আয়োজন করা হয়। সভায় নিসচা যুক্তরাষ্ট্র শাখার নতুন কমিটি গঠন করা হয়।
উল্লেখ্য, চিত্র নায়ক ইলিয়াস কাঞ্চন তার স্ত্রী জাহানারা কাঞ্চন এক সড়ক দূর্ঘনার শিকার হয়ে ১৯৯৩ সালের ২২ অক্টোবর ইন্তেকাল করার পর একই বছরের ১ ডিসেম্বর থেকে ‘নিরাপদ সড়ক চাই’ (নিসচা) নামে দেশব্যাপী আন্দোলন শুরু করেন। তার আন্দোলনকে গুরুত্ব দিয়ে জনস্বার্থে বাংলাদেশ সরকার ২০১৭ সালে ২২ আক্টোবরকে ‘জাতীয় নিরাপদ সড়ক দিবস’ ঘোষণা করে। খবর ইউএনএ’র।
নিউইয়র্ক সিটির জ্যাাইকার হিলসাইড এভিনিউস্থ খলির বিরিয়ানী হাউজের মিলনায়তনে নিসচা যুক্তরাষ্ট্র শাখা আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল মোহাম্মদ নাজমুল হুদা। সংগঠনের সভাপতি ইসমাইল স্বপনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আমন্ত্রিত অতিথি ছিলেন মূল ধারার লেবার ইউনিয়ন নো ও সাউথ এশিয়ান এলায়েন্স অমেরিকান লেবার (অ্যাসাল)-এর ন্যাশনাল সভাপতি মাফ মেসবাহ উদ্দিন, গেষ্ট অব অনার ছিলেন বাংলাদেশ সোসাইটির সাধারণ সম্পাদক ফখরুল আলম, বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সাপ্তাহিক আজকাল সম্পাদক শাহ নেওয়াজ। অনুষ্ঠানে অতিথি ছিলেন জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির প্রধান উপদেষ্টা এবিএম ওসমান গণি, সভাপতি ফখরুল ইসলাম দেলোয়ার, চাদপুর জেলা সমিতির উপদেষ্টা মুক্তিযোদ্ধা মনির হোসেন, কুইন্সের কমিউনিটি বোর্ড-৮ এর মেম্বার আহসান হাবিব, মা ফাউন্ডেশন ও বাফেলো সিনিয়র সেন্টারের চেয়ারম্যান গাজী ওয়াহিদুজ্জামান লিটন, প্রবাসী সুরক্ষা বাস্তবায়ন কমিটি, নিউইয়র্ক-এর আহ্বায়ক এডভোকেট মাহবুবুর রহমান বকুল, পাবনা ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি এটিএম কামাল পাশা, বিশিষ্ট ব্যবসায়ী ও কমিউনিটি অ্যাক্টিভিষ্ট আতিকুর রহমান সুজন, অ্যাসাল-এর সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক খসরু ও কমিউনিটি অ্যাক্টিভিষ্ট রাব্বি সৈয়দ। সভায় অতিথিবৃন্দ ছাড়াও অন্যান্যের মধ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন কমিউনিটি অ্যাক্টিভিষ্ট রুবাইয়া রহমান, এনওয়াইপিডি’র ট্রাফিক ইনফোর্সমেন্ট অফিসার খান শওকত, নিসচা যুক্তরাষ্ট্র শাখা’র সাধারণ সম্পাদক মুস্তাফিজুর রহমান লিটন, দূর্ঘটনা অনুসন্ধান ও গবেষণা সম্পাদক মোহাম্মদ সাইফুল ইসলাম, রাজশাহী জেলা সমিতির সাবেক সভাপতি বাচ্চু। সভা পরিচালনা করেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক এসএম জিন্নাহ।
সভায় কনসাল জেনারেল নাজমুল হুদা বলেন, ইলিয়াস কাঞ্চন ছবির জনপ্রিয় নায়ক হয়ে দর্শকদেও হৃদয়ে স্থান করে নিয়েছিলেন, আর নিরাপদ সড়ক চাই আন্দোলনের মাধ্যমে বাস্তব জীবনের নায়ক হয়ে মানুষের হৃদয়ে স্থান করে দিয়েছেন। তিনি বলেন, নিরাপদ সড়ক চাই আন্দোলনের শেষ চাই, হোক সেটা বাংলাদেশে, হোক সেটা যুক্তরাষ্ট্রে। আমাদের সবার টার্গেট সড়ক দূর্ঘটনায় যেনো কারো মৃত্যু না হয়। আমরা স্বাভাবিক মৃত্যু চাই।
সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওযাত এবং বিশেষ দোয়া-মুনাজাত পরিচালনা করেন বীর মুক্তিযোদ্ধা মনির হোসেন। এছাড়াও সভায় অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। সভায় কমিউনিটির উল্লেখযোগ্য ব্যক্তিবর্গের মধ্যে ইয়েলো সোসাইটি নিউইয়র্ক-এর সভাপতি শেখ ইলিয়াস হাবিব, ময়মনসিংহ জেলা সমিতির সাধারণ সম্পাদক ইমরুল কায়েস, গোবিন্দগঞ্জ উপজেলা সমিতির সভাপতি জহুরুল ইসলাম সহ বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী উপস্থিত ছিলেন।