ওজনপার্কের মসজিদ সম্প্রসারণ 

প্রয়োজন হবে ৮ মিলিয়ন ডলার

ডেস্ক রিপোর্ট
  ০৫ মার্চ ২০২৫, ১৪:১৮

নিউইয়র্কের বিভিন্ন এলাকায় বাংলাদেশী সহ অন্যান্য দেশের মুসলমানদের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। নামাজের জায়গা সংকুলানে ইতিমধ্যেই বিভিন্ন মসজিদের সামনের রাস্তায় নামাজ পড়ার দৃশ্য চোখে পড়ছে। দুই যুগেরও বেশী সময় ধরে পরিচালিত হচ্ছে ওজন পার্কের আল ফোরকান জামে মসজিদ ইন্ক। মুসল্লিদের সংখ্যা বেড়ে যাওয়ায় মসজিদের জায়গা সীমিত হওয়ার কারণে রীতিমত বিপাকে পড়েছেন মসজিদ কর্তৃপক্ষ। মসজিদের পরিধি বাড়ানোর জন্য দরকার বিপুল পরিমাণ অর্থ।
নিউইয়র্ক সিটির ওজন পার্কের ৭৬ স্ট্রিট, গ্লেন মোর এভিনিউ ঠিকানায় প্রতিষ্ঠিত আল ফুরকান জামে মসজিদে দুই যুগেরও বেশি সময় ধরে ধর্মপ্রাণ মুসলমানগন নামাজ পড়ছেন। ৪ হাজার স্কয়ার ফিটের এই মসজিদটি বর্তমানে বেশ নাজুক অবস্থায় দাঁড়িয়েছে। সপ্তাহে জুমা এবং ঈদের জামাতের জন্য মসজিদের ভিতরে মুসল্লিদের জায়গা না হওয়ায় রাস্তায় নামাজ আদায় করতে হয়। এমন অবস্থায় মসজিদ কর্তৃপক্ষের সিদ্ধান্তে ৮ হাজার স্কয়ার ফিটের একটি নতুন মসজিদ স্থাপনার কাজ হাতে নেয়া হয়েছে।
নতুন মসজিদ স্থাপনার জন্য ৭ দশমিক ২৮ মিলিয়ন ডলার প্রয়োজন। মাত্র ১০% ডলার মসজিদ কর্তৃপক্ষের হাতে থাকায় ৯০% আর্থিক সাহায্য প্রয়োজন। পুরো মসজিদ স্থাপনা শেষ করতে প্রাথমিকভাবে দুই মিলিয়ন ডলার প্রয়োজনের কথা জানিয়েছেন মসজিদ কর্তৃপক্ষ। ধর্মীয় স্থাপনায় মুসলিম কমিউনিটিসহ সবার সাহায্য সহযোগিতায় দ্রুত এই স্থাপনাটির কাজ শেষ হবে বলে আশাবাদ ব্যক্ত করছেন মসজিদের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিরা।